Operation Sindoor : মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে 'অপারেশন সিঁদুর', বড় সিদ্ধান্ত সরকারের

মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে বড় সিদ্ধান্ত। 'অপারেশন সিঁদুর'-এর গৌরবগাথা পড়ানো হবে সেখানকার শিক্ষার্থীদের। এর উপর একটি সম্পূর্ণ অধ্যায় থাকবে।

Advertisement
মাদ্রাসার পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে 'অপারেশন সিঁদুর', বড় সিদ্ধান্ত সরকারের Representative Image
হাইলাইটস
  • মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে বড় সিদ্ধান্ত
  • 'অপারেশন সিঁদুর'-এর গৌরবগাথা পড়ানো হবে সেখানকার শিক্ষার্থীদের

মাদ্রাসার পাঠ্যক্রম নিয়ে বড় সিদ্ধান্ত। 'অপারেশন সিঁদুর'-এর গৌরবগাথা পড়ানো হবে সেখানকার শিক্ষার্থীদের। এর উপর একটি সম্পূর্ণ অধ্যায় থাকবে। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার।  

সেই রাজ্যের সরকার সিদ্ধান্ত নিয়েছে, নতুন সিলেবাসে 'অপারেশন সিঁদুর'-এর উপর একটি সম্পূর্ণ অধ্যায় যুক্ত করা হবে। সেখানে  ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশের প্রতি নিষ্ঠার অনুপ্রেরণামূলক গল্প থাকবে। উত্তরাখণ্ডে ৪৫১টি নিবন্ধিত মাদ্রাসা রয়েছে। বর্তমানে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সেখানকার মাদ্রাসা বোর্ড। 

পহেলগাঁও হামলার জবাব হিসেবে ৬ ও ৭ মে রাতে 'অপারেশন সিঁদুর' চালায় ভারতীয় সেনা। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গিঘাঁটিতে হামলা চালায়। একের পর এক ধ্বংস হয় জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা এবং হিজবুল মুজাহিদিনের মতো ভারত-বিরোধী জঙ্গিদের ঘাঁটিগুলো। সরকারের তরফে দাবি করা হয়, এই অপারেশনে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়। ওই সমস্ত ঘাঁটিগুলো থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হয়েছিল। জঙ্গিদের অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হত। 

অপারেশন সিঁদুরের একমাত্র উদ্দেশ্য ছিল জঙ্গিঘাঁটিগুলো ধ্বংস করা। সরকারের তরফে দাবি করা হয়, পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে আক্রমণ চালানো হয়নি। সাধারণ নাগরিকের উপরও হামলা করা হয়নি। কৌশলগত পরিকল্পনা করে কেবল জঙ্গিঘাঁটিগুলোকে নিশানা করা হয়েছিল। আধুনিক তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে ভারতের মাটি থেকেই পাকিস্তানে হামলা চালানো যায়, সেটা করে দেখিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। 

উত্তরাখণ্ডের সরকারি মাদ্রাসাগুলোর পাঠ্যক্রমে এবার সেনার সেই বীরগাঁথা থাকবে। শিক্ষার্থীরা ছোটো থেকেই এই অপারেশন সম্পর্কে ওয়াকিবহাল হবে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী উত্তরাখণ্ডে ৪৫১টি মাদ্রাসা সরকারিভাবে নিবন্ধিত। তবে প্রায় ৫০০ মাদ্রাসা নিবন্ধন ছাড়াই চলছে।

POST A COMMENT
Advertisement