Operation Sindoor Latest Update : পাকিস্তানের ১০০ কি.মি ভিতরে ঢুকে মার, কোথায় কোথায় হামলা করল ভারত? দেখুন

পাকিস্তানে স্ট্রাইক ভারতের। সূত্রের খবর, মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত? প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ জায়গায় হামলা চালানো হয়েছে।

Advertisement
পাকিস্তানের ১০০ কি.মি ভিতরে ঢুকে মার, কোথায় কোথায় হামলা করল ভারত? দেখুন After attack
হাইলাইটস
  • পাকিস্তানে স্ট্রাইক ভারতের
  • সূত্রের খবর, মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী

পাকিস্তানে স্ট্রাইক ভারতের। সূত্রের খবর, মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। স্থল-নৌ ও বায়ুসেনার যৌথ হামলায় বিপর্যস্ত পাকিস্তান। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। 

পাকিস্তানের কোথায় কোথায় আক্রমণ করে ভারত? প্রাপ্ত তথ্য অনুসারে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ জায়গায় হামলা চালানো হয়েছে। এই জায়গাগুলো জঙ্গিদের ঘাঁটি ছিল। 

১. বাহালপুর (পাকিস্তান) - আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে জইশ-ই-মহম্মদের প্রধান কার্যালয় ছিল। সেই কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। 

২. মুরিদকে (লাহোরের কাছে) – এই জঙ্গি আস্তানাটি আন্তর্জাতিক সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। লস্কর-ই-তৈবার জঙ্গিরা এখানে থাকত। ২৬/১১ মুম্বই হামলার সঙ্গে যুক্ত ছিল এই সংগঠন। 

৩. গুলপুর (পাকিস্তান অধিকৃত কাশ্মীর)-  পুঞ্চ-রাজৌরি থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানেও জঙ্গিদের ঘাঁটি ছিল। 

৪. লস্কর ক্যাম্প সাওয়াই (পিওকে) – পাকিস্তান অধিকৃত কাশ্মীরের তাংধর সেক্টরের ৩০ কিলোমিটার ভিতরে অবস্থিত। 

৫. বিলাল ক্যাম্প - জইশ-ই-মহম্মদের লঞ্চপ্যাড থাকে এখানে। সীমান্ত অতিক্রম করে জম্মু ও কাশ্মীর দিয়ে পাকিস্তানি জঙ্গিদের ভারতে ঢোকানো হয় এখান থেকই।  

৬. কোটলি (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) – নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫ কিমি দূরে অবস্থিত লস্কর ক্যাম্প। ৫০ জনেরও বেশি জঙ্গি সব সময় থাকে এই আস্তানায়। 

৭. বার্নালা ক্যাম্প- নিয়ন্ত্রণ রেখা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত ছিল।

 ৮. সরজাল ক্যাম্প- সাম্বা-কাঠুয়ার বিপরীতে আন্তর্জাতিক সীমান্ত থেকে ৮ কিমি দূরে অবস্থিত জইশের প্রশিক্ষণ কেন্দ্র। 

৯ মেহমুনা ক্যাম্প (শিয়ালকোটের কাছে) - এটি হিজবুল মুজাহিদিনের একটি প্রশিক্ষণ ক্যাম্প। আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত।

এই ‘অপারেশন সিঁদুর’ অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চালিয়েছে ভারতীয় সেনা। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেখানকার সেনা আধিকারিকদের। 

Advertisement

ভারতের তরফে আরও জানানো হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনীর কোনও পরিকাঠামোয় আঘাত হানা হয়নি। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে।' পিআইবি জানিয়েছে, বিমান হামলার সময় পাকিস্তানের সামরিক স্থানগুলোতে কোনও আঘাত করা হয়নি। তার কারণ, ভারতের এই অভিযানের আসল লক্ষ্য, সন্ত্রাসবাদ নির্মূল করা। প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাত বাড়ানো কখনও উদ্দেশ্য নয়।
 

POST A COMMENT
Advertisement