Operation Sindoor Meaning: কেন 'অপারেশন সিঁদুর' নাম? কোডনেম দিয়েছেন খোদ মোদী, বিস্তারিত

পাকিস্তানের বিরুদ্ধে পহেলগাঁও হামলার বদলা নিয়েছে ভারত। মধ্যরাতের এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'সিঁদুর'। এই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন এই অপারেশনের এমন নাম রাখা হল জানেন?

Advertisement
কেন 'অপারেশন সিঁদুর' নাম? কোডনেম দিয়েছেন খোদ মোদী, বিস্তারিতOperation Sindoor Meaning
হাইলাইটস
  • পহেলগাঁও হামলার বদলা নিল ভারত
  • এই অপারেশনের নাম দেওয়া হয়েছে 'সিঁদুর'
  • এই নামকরণ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

'অপারেশন সিঁদুর'। জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অপারেশনের নামকরণ করেছেন। পাকিস্তানের উপর বদলা নেওয়ার জন্য ভারতীয় সেনার এই অপারেশনের এ হেন নামকরণ করার পিছনে তাৎপর্য কী জানানে? 

গত ২২ এপ্রিল পহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় একাধিক মহিলা বিধবা হয়েছেন। হিন্দু পরিচয় জিজ্ঞাসা করে একাধিক ব্যক্তিকে গুলি করা হয়েছে বলে দাবি করেছিলেন প্রত্যক্ষদর্শী প্রিয়জনেরা। অনেকে জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখলেই গুলি চালাচ্ছিল জঙ্গিরা। মাথার সিঁদুর মুছে দেওয়ার জবাব দিল ভারত। আর তাই ভারতীয় সেনার এই অপারেশনের নাম 'সিঁদুর' রেখেছেন প্রধানমন্ত্রী। 

হিন্দু সধবা মহিলাদের মাথার সিঁদুর এখানে 'শোক', 'স্মৃতি' এবং 'সংকল্প'-এর প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। 

পহেলগাঁও হামলার পর নৌবাহিনীর সদস্য শুভম দ্বিবেদীর নিথর দেহের পাশে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে বসে থাকা তাঁর স্ত্রীর ছবি সবচেয়ে বেশি শেয়ার হয়েছিল। জানা গিয়েছিল, জঙ্গি হামলার মাত্র ৬ দিন আগে বিয়ে হয়েছিল তাঁদের। হানিমুনে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন তাঁরা। হাতের মেহেন্দির রং ফিকে হতে না হতেই মাথার সিঁদুর মুছে গিয়েছিল শুভম দ্বিবেদীর স্ত্রীর। সেই বদলাই নিল ভারত। পাকিস্তানের উপর 'অপারেশন সিঁদুর' চালিয়ে পহেলগাঁও হামলার যোগ্য জবাব দিল ভারতীয় সেনা। 

পাকিস্তানকে  ‘উপযুক্ত শিক্ষা’ দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যারা ওই হামলা চালায় তাদের বিরুদ্ধে ‘ কল্পনাতীত’ পদক্ষেপ করার কথাও একাধিকবার উল্লেখ করা হয়েছিল। সেই সঙ্গে ভারতের সেনাকে ‘ফ্রি-হ্যান্ড’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই মতো মঙ্গলবার রাতেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অভিযান চালায় ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর' অভিযানে একেবারে নিখুঁত লক্ষ্যে হামলা চলেছে। জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবার ঘাঁটিতে নিখুঁত আক্রমণ চালিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় সেনার এই অভিযান এবং সাফল্যে ঘুম উড়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। থরহরিকম্প পাকিস্তান। 

এই সাফল্যের পরে সেনাকে অভিবাদন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু  করে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সোশ্যাল মিডিয়াতে ভারতের এই সাফল্যের জন্য সেনাকে অভিনন্দন জানান। বিরোধী দলের নেতারাও ‘জয় হিন্দ’ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পোস্ট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ অন্যান্যরা। ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেন রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু প্রসাদ যাদব, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement