নতুন করে প্রশ্নের মুখে INDIA জোট। খোদ শরিক দলের নেতাই জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুললেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম জানালেন, এই মুহূর্তে INDIA জোট আদৌ অটুট আছে কি না তা নিয়ে তিনি নিশ্চিত নন। তাঁর কথায়, ‘যদি পুরোপুরি অটুট থেকে থাকে, তাহলে আমি খুশিই হব। কিন্তু সত্যি বলতে, এখনই অনেকখানিই ফাটল ধরেছে।’
এক সাংবাদিক বৈঠকে পি চিদম্বরম বলেন, ‘মৃত্যুঞ্জয় সিং যাদব যেটা বলেছেন, আমারই তাই মনে হয়। INDIA জোটের ভবিষ্যৎ খুব উজ্জ্বল নয়। যদিও ওঁর মতে জোট এখনও অটুট। তবে আমি নিশ্চিত নই।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র সলমন খুরশিদই আসল ব্যাপারটা বলতে পারবেন। উনিই তো INDIA জোটের আলোচনাকারী দলের অংশ ছিলেন। তাই উনিই বলতে পারবেন সব কিছু আদৌ ঠিকঠাক আছে কি না।’
চিদম্বরমের মন্তব্য, ‘এই জোটে যে ফাটল ধরেছে, সেটা পরিষ্কার। যদিও এখনও সময় আছে সবকিছু আবার গুছিয়ে নেওয়ার। কিন্তু এখন যা অবস্থা, তাই দেখে মনে হচ্ছে অনেকটাই জোড়াতালি দিয়ে চলছে।’
তিনি আরও বলেন, ‘আমার অভিজ্ঞতায় আর ইতিহাস পড়ে আমি একটা জিনিস বুঝেছি—এদেশে বিজেপির মতো এত বেশি সংগঠিত কোনও রাজনৈতিক দল এর আগে কখনও ছিল না। বিজেপি শুধু রাজনৈতিক দলই নয়, বরং একটা মেশিনের পেছনে আরও একটা মেশিন। আর এই দুই মেশিন মিলেই পুরো দেশের প্রশাসনিক কাঠামোকে নিয়ন্ত্রণ করে।’
চিদম্বরম স্পষ্ট বলেন, ‘নির্বাচন কমিশন থেকে শুরু করে দেশের সবচেয়ে নিচুতলার থানাগুলিও অনেকাংশে বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, তারা যে শুধু নিয়ন্ত্রণ করে তাই নয়, বরং এই সমস্ত প্রতিষ্ঠানকে একপ্রকার দখল করে নেয়।’
তিনি বলেন, ‘এই যে পুরো মেকানিজমটা, এটা একটা গণতন্ত্রে যতটা সম্ভব, তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে। বিজেপি একটা ভয়ানক শক্তিশালী সংগঠন।’
চিদম্বরমের এই মন্তব্য ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পরের লোকসভা নির্বাচনের আগে INDIA জোট আদৌ টিকতে পারবে? রাজনৈতিক মহলের মতে, ইন্ডিয়া জোট ২০২৪-এর নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। তবে জোটে যদি সত্যিই ভাঙন ধরে থাকে, তবে তা বিজেপির জন্য সুখবরই বটে।
তবে এদিন চিদম্বরম এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, সময় থাকতেই সব দলকে একসঙ্গে বসে পরিস্থিতি মেরামত করতে হবে। না হলে, ভবিষ্যতে যে চাপ হতে পারে, তা সহজেই অনুমেয়।