scorecardresearch
 

Padma Award 2023: মরণোত্তর পদ্মবিভূষণ মুলায়ম, পদ্মশ্রী 'নাটু নাটু' সুরকার কিরাভানি-রবিন ট্যান্ডন

Padma Award 2023: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩-এর ১০৬টি পদ্ম পুরস্কারের তালিকা অনুমোদন করেছেন। এই তালিকায় ৬জন পদ্মবিভূষণ, ৯জন পদ্মভূষণ এবং ৯১জন পদ্মশ্রী পুরস্কারজয়ীদের নাম আছে। এবছরের পদ্মশ্রী-পদ্মভূষণের তালিকায় ১৯ জন পুরষ্কারপ্রাপ্ত মহিলা, বিদেশী/এনআরআই/পিআইও/ওসিআই বিভাগের ২ জন ব্যক্তি এবং ৭ জন মরণোত্তর পুরষ্কারজয়ীদের নামও রয়েছে।

Advertisement
পদ্মবিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব, পদ্মশ্রী জয়ী 'নাটু নাটু' সুরকার কিরাভানি-রবিন ট্যান্ডন পদ্মবিভূষণ পাচ্ছেন মুলায়ম সিং যাদব, পদ্মশ্রী জয়ী 'নাটু নাটু' সুরকার কিরাভানি-রবিন ট্যান্ডন
হাইলাইটস
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩-এর ১০৬টি পদ্ম পুরস্কারের তালিকা অনুমোদন করেছেন
  • এই তালিকায় ৬জন পদ্মবিভূষণ, ৯জন পদ্মভূষণ এবং ৯১জন পদ্মশ্রী পুরস্কারজয়ীদের নাম আছে
  • এবছরের পদ্মশ্রী-পদ্মভূষণের তালিকায় ১৯ জন পুরষ্কারপ্রাপ্ত মহিলা

Padma Award 2023: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ২০২৩-এর ১০৬টি পদ্ম পুরস্কারের তালিকা অনুমোদন করেছেন। এই তালিকায় ৬জন পদ্মবিভূষণ, ৯জন পদ্মভূষণ এবং ৯১জন পদ্মশ্রী পুরস্কারজয়ীদের নাম আছে। এবছরের পদ্মশ্রী-পদ্মভূষণের তালিকায় ১৯ জন পুরষ্কারপ্রাপ্ত মহিলা, বিদেশী/এনআরআই/পিআইও/ওসিআই বিভাগের ২ জন ব্যক্তি এবং ৭ জন মরণোত্তর পুরষ্কারজয়ীদের নামও রয়েছে।

৭৪-তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার পাওয়া সেলিব্রিটিদের নাম ঘোষণা করা হয়েছে। প্রয়াত সপা নেতা মুলায়ম সিং যাদব, সঙ্গীতজ্ঞ জাকির হুসেন, প্রয়াত দিলীপ মহালনবিশ, এস এম কৃষ্ণ, শ্রীনিবাশ বর্ধন এবং প্রয়াত বালকৃষ্ণ দোশিকে পদ্মবিভূষণে সম্মানিত করা হবে।

পদ্মভূষণের জন্য ৯টি নাম বাছাই করা হয়েছে
এসএল ভৈরপ্পা, কুমার মঙ্গলম বিড়লা, দীপক ধর, বাণী জয়রাম, স্বামী চিন্না জিয়ার, সুমন কল্যাণপুর, কপিল কাপুর, সুধা মূর্তি (সমাজকর্মী) এবং কমলেশ ডি প্যাটেলকে পদ্মভূষণে সম্মানিত করা হবে।

পদ্মশ্রী থেকে রাকেশ ঝুনঝুনওয়ালা, রবিনা ট্যান্ডন এবং অন্যান্য ৯১ জন
রাকেশ ঝুনঝুনওয়ালা (মরণোত্তর), RRR চলচ্চিত্রের সুরকার এমএম কিরাভানি, অভিনেত্রী রবিনা রবি ট্যান্ডন ৯১ জন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন।

ORS-এর জনককে পদ্মবিভূষণ পুরস্কার
প্রয়াত ORS-এর জনক দিলীপ মহালনবিশ পদ্মবিভূষণে ভূষিত হয়েছেন। তিনি ORS এর সূত্র আবিষ্কার করেছিলেন। তাঁকে মরণোত্তর এই পুরস্কার দেওয়া হচ্ছে। ২০২২-এর অক্টোবর মাসেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দেশের সর্বোচ্চ পুরস্কার
উল্লেখযোগ্যভাবে, পদ্ম পুরস্কার - পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে একটি। ১৯৫৪ সাল থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কার ঘোষণা করা হয়। শিল্প, সাহিত্য ও শিক্ষা, খেলাধুলা, চিকিৎসা এবং সামাজিক কাজের ক্ষেত্রে অনেক অপরিচিত নায়কদের এই সম্মান দেওয়া হয়।

ডক্টর রতন চন্দ্রকে পদ্মশ্রী
এছাড়া, আন্দামানের অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক রতন চন্দ্র কর পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হবেন। তিনি জাড়োয়া আদিবাসীদের সঙ্গে কাজ করছেন। এই জনজাতি উত্তর সেন্টিনেল থেকে ৪৮ কিলোমিটার দূরে একটি দ্বীপে বাস করে। তাঁকে মেডিসিন (চিকিৎসক) ক্ষেত্রে পদ্মশ্রী দেওয়া হবে।
 

Advertisement

Advertisement