Shubham Dwivedi Wife Reaction: 'আমাদের সিঁদুর মোছার উপযুক্ত জবাব,' চোখে জল শহিদ শুভমের স্ত্রীর, VIDEO

পহেলগাঁও হামলায় বেছে বেছে হিন্দুদের ওপর হামলার ঘটনায় প্রত্যাঘাত ভারতের। ১৫ দিন পর পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালাল ভারত। 'অপারেশন সিঁদুর'-এ গুঁড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। দেশের ২৬টি মেয়ের সিঁদুরের বদলা নিতেই এই অপারেশন ভারতের। বিয়ের দু'মাসের মধ্যেই স্বামী শুভম দ্বিবেদীকে হারান স্ত্রী ঐশ্বনিয়া। 'অপারেশন সিঁদুর' নিয়ে এল তাঁর প্রথম প্রতিক্রিয়া।

Advertisement
'আমাদের সিঁদুর মোছার উপযুক্ত জবাব,' চোখে জল শহিদ শুভমের স্ত্রীর, VIDEOশুভম দ্বিবেদীর স্ত্রী ঐশ্বনিয়া

পহেলগাঁও হামলায় বেছে বেছে হিন্দুদের ওপর হামলার ঘটনায় প্রত্যাঘাত ভারতের। ১৫ দিন পর পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালাল ভারত। 'অপারেশন সিঁদুর'-এ গুঁড়িয়ে গেল পাকিস্তানের জঙ্গিঘাঁটি। দেশের ২৬টি মেয়ের সিঁদুরের বদলা নিতেই এই অপারেশন ভারতের। বিয়ের দু'মাসের মধ্যেই স্বামী শুভম দ্বিবেদীকে হারান স্ত্রী ঐশ্বনিয়া। 'অপারেশন সিঁদুর' নিয়ে এল তাঁর প্রথম প্রতিক্রিয়া। বললেন, "আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই। এটাই আসল শ্রদ্ধাঞ্জলি। শুভম আজ যেখানেই থাকুক না কেন, ও শান্তি পেয়েছে।"

ঐশ্বনিয়া আরও বলেন, "প্রধানমন্ত্রী মোদীকে কিছু বলার জন্য আমি এখনও অনেক ছোট, কিন্তু আমি তাঁকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাব। সন্ত্রাসবাদীরা যেভাবে আমাদের সিঁদুর মুছে দিয়েছে, এটি তার উপযুক্ত জবাব। এই অভিযানের নাম শোনার সঙ্আগে সঙ্গে চোখে জল এসে গেল। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সরকারকে ধন্যবাদ জানাই।"

সোমবার রাতে ভারতীয় নিরাপত্তা বাহিনী 'অপারেশন সিঁদুর' চালায়। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর (POK)-এর মোট ৯টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে।

এই অপারেশনের মূল লক্ষ্য ছিল জৈশ-ই-মহম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈয়বার মতো জিহাদি আস্তানা, যারা গত তিন দশক ধরে ভারতে সন্ত্রাসবাদী হামলার জন্য দায়ী। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা শুভম দ্বিবেদীও পহেলগাঁও সন্ত্রাসবাদীদের হাতে নিহত হন।

ঐশ্বনিয়া ছাড়াও, দেশের আরও মহিলারা কেউ স্বামী, কেউ ছেলে, কেউ বাবাকে হারিয়েছেন। তাঁদেরও প্রত্যেকের প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।

POST A COMMENT
Advertisement