Pahalgam terror attack: বিয়ের অনুষ্ঠানের মধ্যেই শেষকৃত্যের প্রস্তুতি, শুভমের বাড়িতে হাহাকার

মাত্র দুই মাস আগে শুভম দ্বিবেদী কানপুরে বিয়ে করেছিলেন। পরিবারের আনন্দ, হাসিখুশি ছবি, ঐষণ্যার সঙ্গে মঞ্চে নাচ—সব কিছুই ছিল নতুন জীবনের সূচনা। কিন্তু সেই সুখের মুহূর্তগুলো আজ রূপ নিয়েছে অসহনীয় স্মৃতিতে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরানে সন্ত্রাসী হামলায় শুভম নিহত হন।

Advertisement
বিয়ের অনুষ্ঠানের মধ্যেই শেষকৃত্যের প্রস্তুতি, শুভমের বাড়িতে হাহাকারমাত্র দুমাস আগে শুভম দ্বিবেদী কানপুরে বিয়ে করেছিলেন।-ফাইল ছবি
হাইলাইটস
  • মাত্র দুই মাস আগে শুভম দ্বিবেদী কানপুরে বিয়ে করেছিলেন।
  • পরিবারের আনন্দ, হাসিখুশি ছবি, ঐষণ্যার সঙ্গে মঞ্চে নাচ—সব কিছুই ছিল নতুন জীবনের সূচনা।

মাত্র দুই মাস আগে শুভম দ্বিবেদী কানপুরে বিয়ে করেছিলেন। পরিবারের আনন্দ, হাসিখুশি ছবি, ঐষণ্যার সঙ্গে মঞ্চে নাচ—সব কিছুই ছিল নতুন জীবনের সূচনা। কিন্তু সেই সুখের মুহূর্তগুলো আজ রূপ নিয়েছে অসহনীয় স্মৃতিতে। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পহেলগামের বৈসরানে সন্ত্রাসী হামলায় শুভম নিহত হন।

তাঁর শ্যালিকার বর্ণনায় জানা যায়, হামলার আগে সন্ত্রাসীরা জিজ্ঞেস করেছিল ধর্মপরিচয়—‘তুমি কি মুসলিম?’ উত্তর না মেলাতেই গুলি করা হয়। শুভমের মৃত্যুতে গোটা পরিবার ভেঙে পড়েছে। তার স্ত্রী ঐষণ্যাও মানসিকভাবে বিপর্যস্ত।

শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী কানপুরে একজন সিমেন্ট ব্যবসায়ী। পরিবারের দাবি, সরকারের উচিত দ্রুত দেহ ফেরানো এবং এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেওয়া। শুভমসহ বহু পর্যটক সেই হামলায় প্রাণ হারিয়েছেন। দেশজুড়ে নিন্দা ও শোকের ঢেউ উঠেছে। কাশ্মীরে মধুচন্দ্রিমায় যাওয়া সদ্যবিবাহিত নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নারওয়ালও নিহত হন। পহেলগাম হামলা গোটা জাতিকে নাড়া দিয়ে গেছে—যেখানে বিয়ের উৎসবের মাঝেই নামল অন্ধকারের ছায়া।
 

 

POST A COMMENT
Advertisement