জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নির্বিচারে গুলি চালাচ্ছে এক সন্ত্রাসবাদী। গুলি লাগার সঙ্গে সঙ্গে সাদা শার্ট পরা এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়লেন। চারদিকে চিৎকার, আতঙ্কের পরিবেশ। ভিডিওটি ২২শে এপ্রিলের জঙ্গি হামলার বলে মনে করা হচ্ছে।
আজ তকের হাতে জঙ্গি হামলার সেই এক্সক্লুসিভ ভিডিও এসেছে। তাতে দেখা যাচ্ছে, এক সন্ত্রাসবাদী প্রথমে একজন পর্যটককে গুলি করল। সূত্রের খবর, বনাঞ্চল থেকে বেরিয়ে এসে এভাবেই পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করে জঙ্গিরা।
গুলিবর্ষণ শুরুর সঙ্গে সঙ্গেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আত্মরক্ষার্থে দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পর্যটকরা ছুটতে থাকেন। জঙ্গিরা নির্মমভাবে বেছে বেছে পর্যটকদের হত্যা করে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে খাবারদাবার, কৌটি, বনভোজনের জিনিসপত্র।
সতর্কতা: এই ভিডিও আপনাকে বিচলিত করতে পারে
পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে
২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরান উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ১৭ জন আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবাদীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে। বনাঞ্চলে চিরুনি তল্লাশি চলছে। অন্যদিকে অভিযুক্ত জঙ্গিদের আস্তানাও বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে।
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
ভারতীয় সেনাবাহিনী একের পর এক জঙ্গির আস্তানা খুঁজে বের করছে। তারপর সেই বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। শনিবার সকালে, আরও দুই জঙ্গির বাড়ি IED বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনী আইইডি ব্যবহার করে লস্কর সন্ত্রাসবাদী এহসান আহমেদ শেখের দোতলা বাড়ি উড়িয়ে দেয়। জঙ্গি এহসান আহমেদ শেখের বাড়ি পুলওয়ামার মুরানে। কুলগামেও এক সন্ত্রাসবাদীর বাড়ি ভেঙে দেওয়া হয়।