Pakistan Ceasefire Violation: 'সংঘর্ষ বিরতির পক্ষে', প্রতিশ্রুতি দিয়েই কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবে হামলা পাকিস্তানের

Pakistan Ceasefire Violation: সীমান্তে ফের উত্তেজনা। যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও চুক্তি ভেঙে হামলা চালাল পাকিস্তান। শনিবার রাতে জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব -একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে।

Advertisement
'সংঘর্ষ বিরতির পক্ষে', প্রতিশ্রুতি দিয়েই কাশ্মীর, রাজস্থান, পঞ্জাবে হামলা পাকিস্তানেরযুদ্ধবিরতির চুক্তিভঙ্গ পাকিস্তানের।

Pakistan Ceasefire Violation: সীমান্তে ফের উত্তেজনা। সংঘর্ষ বিরতির ঘোষণা সত্ত্বেও চুক্তি ভেঙে হামলা চালাল পাকিস্তান। শনিবার রাতে জম্মু ও কাশ্মীর, রাজস্থান, পঞ্জাব— একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ভারত।  

যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান,  

শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার কথা ছিল। ভারত ও পাকিস্তান দুই দেশই ভূমি, আকাশ ও সমুদ্রপথে সমস্ত ধরনের সামরিক অভিযান বন্ধ করতে সম্মত হয়। এই আলোচনার সূচনা করেছিল পাকিস্তান নিজেই। দুই দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (DGMO) স্তরে আলোচনা হয়। এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই চুক্তিকে স্বাগত জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

কিন্তু শান্তির সেই প্রচেষ্টা ভেস্তে যায় কয়েক ঘণ্টার মধ্যেই। রাতেই পাকিস্তান লাইন অফ কন্ট্রোল এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর ফলে ফের উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা।

জয়সলমেরে বিস্ফোরণ, ভারতের পালটা প্রতিক্রিয়া

রাজস্থানের সীমান্তবর্তী জেলা জয়সলমেরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। সীমান্তে বিনা প্ররোচনায় গুলি ও গোলাবর্ষণ করে পাকিস্তান সেনা। সূত্রের খবর, জয়সলমেরে মাত্র ১০ মিনিটের মধ্যে ৬টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। জয়সলমেরে সাইরেন বাজতে শুরু করে।

এই ঘটনার পরই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পাকিস্তানকে কড়া বার্তা দেন। তিনি বলেন, সীমান্তে পাকিস্তান সেনার আগ্রাসন বন্ধ করতে হবে। ভারতীয় সেনাকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে, কোনও রকম লঙ্ঘন হলে কড়া জবাব দিতে হবে।

অমৃতসরে ব্ল্যাকআউট

rgseg
যুদ্ধবিরতির পরেও অমৃতসরে ব্ল্যাকআউট


'সাবধানতা অবলম্বন করুন, দয়া করে আলো বন্ধ করে এবং জানালা থেকে দূরে ঘরের ভেতরে থাকুন। দয়া করে রাস্তা বা বারান্দায় বের হবেন না। আতঙ্কিত হবেন না। আমরা কখন ফের স্বাভাবিক জীবন শুরু করা যাবে তা আপনাদের জানিয়ে দেব,' ভোর ৪.৩৯-এ এক নির্দেশিকায় বলেন অমৃতসরের ডিসি।

Advertisement

সরাসরি হামলা শ্রীনগরে, মুখ্যমন্ত্রীর ক্ষোভ

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে জানান, শ্রীনগরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ভারতীয় এয়ার ডিফেন্স ইউনিট। তিনি একে ‘চুক্তির নগ্ন লঙ্ঘন’ বলে মন্তব্য করেন। তাঁর কথায়, 'এটা মোটেও সংঘর্ষ বিরতি নয়, বরং একতরফা বিশ্বাসভঙ্গ।'

ভারতের কড়া নিন্দা

সরকারের তরফে জানানো হয়েছে, এই হামলা 'এক মারাত্মক বিশ্বাসঘাতকতা'। বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, 'আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ করতে হবে।' তিনি জানান, 'সেনাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে— সীমান্তে পুনরায় কোনো হামলা হলে পাল্টা উপযুক্ত জবাব দিতে হবে।'

পাকিস্তানের পক্ষেও বিবৃতি

যদিও পাকিস্তানের বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা সংঘর্ষ বিরতির প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল এবং চুক্তির সঠিক বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তারা অভিযোগ করেছে, কিছু এলাকায় ভারতই নাকি সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে।

মার্কিন হস্তক্ষেপের পরও ব্যর্থ শান্তি প্রয়াস

এই সংঘর্ষ বিরতি চুক্তির মধ্যস্থতা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পাকিস্তানের হামলায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

POST A COMMENT
Advertisement