নৌকা সহ ৮ ভারতীয়কে অপহরণ করল পাকিস্তানি মেরিন এজেন্সিআরও একবার ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা। আরব সাগরের আন্তর্জাতিক সামুদ্রিক সীমারেখা (আইএমবিএল)-র কাছ থেকে ভারতের একটি মাছ ধরার নৌকা আটক করল পাকিস্তানের মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ)। নৌকাটির নাম ‘নার নারায়ণ’। এই নৌকাটি গুজরাটের জুনাগড়ের বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তানের সামুদ্রিক বাহিনী নৌকাটি আটক করে এবং তাতে থাকা আটজন জেলেকে গ্রেফতার করে।
সূত্রের খবর, এই নৌকাটি গত ২৫ অক্টোবর গুজরাটের ভেরাভল বন্দর থেকে মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। তদন্তে জানা গিয়েছে, নৌকাটি নিষিদ্ধ ‘নো-ফিশিং জোন’-এ ঢুকে পড়ায় পিএমএসএ সেটি আটক করে। ওই এলাকা আন্তর্জাতিক সীমারেখার খুব কাছেই অবস্থিত।
গ্রেফতার হওয়া আটজন জেলের মধ্যে সাতজন গুজরাটের জুনাগড় জেলার বাসিন্দা, এবং একজন মহারাষ্ট্রের। এই ঘটনার পর দুই দেশের মধ্যে ইতিমধ্যেই চলতে থাকা সামুদ্রিক সীমা লঙ্ঘন নিয়ে উত্তেজনা আরও বেড়েছে।
ভারতের সরকারি সূত্রের দাবি, পাকিস্তানের জলসীমায় ঢোকার অভিযোগে বর্তমানে গুজরাটের প্রায় ১২৩ জন জেলে পাকিস্তানে বন্দি রয়েছেন। মার্চ ২০২৫ পর্যন্ত এই তথ্য নথিভুক্ত রয়েছে। প্রতিবারের মতোই, এবারও জেলেদের পরিবার দাবি করেছে, ওরা ভুলবশত সীমা অতিক্রম করেছিল, ইচ্ছাকৃত নয়।