islamabad blast এবার বিস্ফোরণ পাকিস্তানে। এবার ইসলামাবাদ হাইকোর্টের বাইরে একটি গাড়িতে বিস্ফোরণ। যার জেরে আশপাশের এলাকা কেঁপে ওঠে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই গাড়ির ভিতরে গ্যাস সিলিন্ডার ফেটে এই ধামাকা। ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। আহত প্রায় ২০-২৫।
বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুয়ারে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ইসলামাবাদের একটি কোর্টের বাইরে পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের অভিঘাত ছিল বেশি। ফলে শব্দ দূর-দূরান্তে শোনা যায়।
প্রাথমিকভাবে অনুমান, গাড়িতে লাগানো সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। সেখানে উপস্থিত কয়েকজন আইনজীবী আহত হন। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় আদালত চত্বরে যানজট ছিল। ফলে সাধারণ নাগরিকরাও আহত হন। পুলিশের মতে, প্রাথমিকভাবে এটি সিলিন্ডার বিস্ফোরণ বলে মনে হচ্ছে, তবে এই বিষয়ে তদন্ত চলছে।
সোমবার রাতে দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এই বিস্ফোরণ হল পাকিস্তানের রাজধানীতে। পাক প্রশাসন দাবি করেছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এখনই এর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে দাবি, এটি আত্মঘাতী হামলা। যদিও সরকারের তরফে এই নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি।
প্রসঙ্গত, দিল্লি বিস্ফোরণ নিয়ে তৎপর স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিস্ফোরণের পরই তিনি আইবি-সহ দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিকের সঙ্গে কথা বলেন। পরে জানান, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হবে। কোনও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সর্বোচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভুটান থেকেও তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। বলেন, 'দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। কাল সারারাত ধরে আমি সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যগুলি নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।'