মুসলিম NATO-র ছক, সৌদির হাতে আসলে পরমাণু অস্ত্র তুলে দিল পাকিস্তান? জবাব দিল ভারত

বস্তুত দোহাতে পাকিস্তান সহ ৪০টি মুসলিম দেশ মিলে মিটিংয়ে ন্যাটো স্টাইলে একটি মুসলিম সেনা বাহিনী গড়ার ছক কষেছে। এই ৪০ দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র।

Advertisement
মুসলিম NATO-র ছক, সৌদির হাতে আসলে পরমাণু অস্ত্র তুলে দিল পাকিস্তান? জবাব দিল ভারতরিয়াধে সৌদি ক্রাউন প্রিন্স ও পাক প্রধানমন্ত্রী
হাইলাইটস
  • পাকিস্তান সৌদি আরবের ডিলে নজর রাখছে ভারত
  • পাকিস্তানের ছক মুসলিম NATO
  • একজনের উপর হামলা, উভয়ের উপর হামলা

মুসলিম দেশগুলিকে জোট গড়ে NATO স্টাইলে মিলিটারি ফোর্স তৈরি করতে চাইছে পাকিস্তান। কাতারের রাজধানী দোহাতে সৌদি আরবকেও পাশে পেতে সব রকমের তাস খেলেছে। সৌদি আরবকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ টোপ দিয়েছেন, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের সমর্থন থাকবে। পাকিস্তান ২০২৬ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে রয়েছে। পাকিস্তানের এই নোংরা খেলার যোগ্য জবাব দিল ভারত।

পাকিস্তান সৌদি আরবের ডিলে নজর রাখছে ভারত

আজ অর্থাত্‍ বৃহস্পতিবার ভারতের তরফে জানানো হল, কেন্দ্র সজাগ নজর রাখছে এই বিষয়টিতে। জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ করছে ভারত। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'এই ঘটনার প্রভাব আমাদের জাতীয় নিরাপত্তার ওপর কী হতে পারে, তা আমরা খতিয়ে দেখব। একই সঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার দিকটিও বিবেচনায় রাখা হবে। ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ক্ষেত্রেই সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।'

পাকিস্তানের ছক মুসলিম NATO

এর মধ্যে আবার স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট করতে সৌদি আরবে হাজির হয়েছেন শেহবাজ শরিফ। বস্তুত দোহাতে পাকিস্তান সহ ৪০টি মুসলিম দেশ মিলে মিটিংয়ে ন্যাটো স্টাইলে একটি মুসলিম সেনা বাহিনী গড়ার ছক কষেছে। এই ৪০ দেশের মধ্যে একমাত্র পাকিস্তানের হাতেই রয়েছে পরমাণু অস্ত্র।

একজনের উপর হামলা, উভয়ের উপর হামলা

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মিউচুয়াল ডিফেন্স ডিলে বলা হয়েছে, যে কোনও হামলা হলে, এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে ধরা হবে। কিছু সংবাদমাধ্যমের দাবি, এই চুক্তির মাধ্যমে পাকিস্তানের পরমাণু অস্ত্রভাণ্ডারও সৌদি আরবের জন্য খুলে দেওয়া হল। অর্থাত্‍ বকলমে সৌদি আরবও পরমাণু অস্ত্র হাতে পাচ্ছে। 

সৌদি আরবের সংবাদ মাধ্যম জানিয়েছে, যে কোনও অগ্রাসন যাতে একসঙ্গে রুখে দেওয়া যায়, সেই কারণেই পাকিস্তান ও সৌদি আরব এই প্রতিরক্ষা চুক্তি করেছে। এই প্রসঙ্গে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্য, 'সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর আমরা দেখেছি। এই ঘটনাটি দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দিচ্ছে, আর সরকার আগেই জানত যে বিষয়টি বিবেচনায় রয়েছে।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement