Jyoti Malhotra : লাস্যময়ী জ্যোতিকে ট্র্যাপে ফেলা সেই দানিশ আসলে ISI এজেন্ট, বড় তথ্য ফাঁস

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবারের সঙ্গে যোগাযোগ ছিল ভারতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশের। সেই দানিশকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন গোয়েন্দারা।

Advertisement
লাস্যময়ী জ্যোতিকে ট্র্যাপে ফেলা সেই দানিশ আসলে ISI এজেন্ট, বড় তথ্য ফাঁস Jyoti Malhotra
হাইলাইটস
  • জ্যোতির সঙ্গে যোগাযোগ ছিল ভারতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশের
  • সেই দানিশ আসলে আইএসআই এজেন্ট

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত হরিয়ানার ইউটিউবারের সঙ্গে যোগাযোগ ছিল ভারতে কর্মরত পাকিস্তান হাই কমিশনের অফিসার দানিশের। সেই দানিশকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেলেন গোয়েন্দারা। সূত্রের খবর, হাই কমিশনের অফিসার হলেও দানিশ আসলে একজন ISI এজেন্ট। 

দানিশের পুরো নাম এহশান-উর-রহমান। চলতি মাসের প্রথম দিকে তাঁকে দেশ ছাড়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই দানিশের উপর নজর ছিল গোয়েন্দাদের। বিদেশ মন্ত্রকের তরফে পাকিস্তানকে জানানো হয়েছিল, দানিশ সরকারি পদের অপব্যবহার করছেন। তাঁর কর্মকাণ্ড সাযুজ্যপূর্ণ নয়। 

সূত্রের দাবি, দানিশের পাশপোর্ট ইসলামাবাদ থেকে ইস্যু করা হয়েছিল। ভারতে আসার জন্য তিনি ভিসা পান ২০২২ সালের ২১ জানুয়ারি। তাঁর জন্ম পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নারওয়ালে। ওই ব্যক্তির আসল নাম এহসান ওরফে দানিশ নাকি এগুলো তাঁর কোড নেম, সেটাই এখন জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্রের দাবি, পাকিস্তান হাই কমিশন অফিসে দানিশ ভিসা ডেস্কে কাজ করতেন। তবে তাঁর আসল কাজ ছিল গুপ্তচরবৃত্তি ও গুপ্তচরবৃত্তির জন্য লোক নিয়োগ করা। 

জ্যোতির সঙ্গে দানিশের পরিচয় হয় এই হাই কমিশন অফিসেই। তদন্তকারীরা জানতে পেরেছেন, জ্যোতি প্রথমবার পাকিস্তান যান ২০২৩ সালে। সেই সূত্রে তাঁকে পাকিস্তান হাই কমিশন অফিসে যেতে হয়েছিল। সেখানেই দানিশের সঙ্গে তাঁর পরিচয় হয়। সেই থেকে দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। 

এই প্রথম নয় যে, কোনও পাকিস্তানি অফিসারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল। সূত্রের খবর, ভারতে পাকিস্তানি হাই কমিশনে অফিসে যাঁদের নিয়োগ করা হয় তাঁদের মধ্যে ISI এজেন্টদেরও রাখা হয়। এর আগে ২০২০ সালে দিল্লি পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্স সেল ২ পাকিস্তানি অফিসারের পর্দা ফাঁস করে দেয়। যারা ভিসা অফিসার হিসেবে নিজেদের পরিচয় দিয়ে গুপ্তচরবৃত্তির কাজ করছিল এদেশে। তাঁদের নাম ছিল আবিদ হুসেন ও তাহির খান। 

POST A COMMENT
Advertisement