Panchayat AajTak Bihar 2025: বিহার বিধানসভা নির্বাচনের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। রাজধানী পাটনায় অনুষ্ঠিত 'আজতকে'র বিশেষ অনুষ্ঠান 'পঞ্চায়েত আজ তক বিহার'-এ অংশ নিয়ে পূর্ণিয়ার স্বতন্ত্র সাংসদ রাজেশ রঞ্জন ওরফে পাপ্পু যাদব আসন ভাগাভাগি ও জোট রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
'কংগ্রেসকে যারা সম্মান দেয়, তাদের কংগ্রেসও সম্মান দেয়', এই মন্তব্যের মাধ্যমে তিনি রাজদ (আরজেডি) নেতৃত্বের প্রতি পরোক্ষ বার্তা দেন। পাপ্পু যাদব বলেন, 'কংগ্রেস দল স্বাধীনতা এনেছে, দেশকে পারমাণবিক শক্তিতে পরিণত করেছে, তাঁদের উপেক্ষা করা ভুল হবে। আরজেডির উচিত কংগ্রেসকে সম্মান করা।'
'রাজনীতি জঞ্জাল হয়ে উঠেছে'
আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে পাপ্পু যাদব বলেন, 'বিহারের রাজনীতি এখন জঞ্জাল হয়ে উঠেছে। কেউ জনগণের কথা ভাবে না। সবাই জাতপাত আর ভোটের সমীকরণে ব্যস্ত। আরজেডির নেতৃত্বে থাকা লোকদের উচিত অন্য দলগুলোর কর্মীদের সম্মান করা।'
পাপ্পু আরও বলেন, 'আমরা বরাবর আরজেডির সঙ্গে পারস্পরিক বোঝাপড়া রেখে কাজ করেছি, কিন্তু এখন এমন এক অভ্যাস তৈরি হয়েছে, আরজেডি শুধু নিজের পথেই হাঁটে। যদি জোট করতে চায়, তাহলে তাদের পথ খুঁজে বের করতে হবে।'
কংগ্রেস ও বাম দলগুলোর ভূমিকা
পাপ্পু যাদব বলেন, 'কংগ্রেস ক্ষমতার জন্য রাজনীতি করে না, তারা আদর্শের রাজনীতি করে। তারা সবসময় মধ্যবিত্ত, দরিদ্র এবং প্রান্তিক শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই কংগ্রেসকে সম্মান না জানালে জোট রাজনীতিতে বিভাজন অনিবার্য।'
তিনি আরও বলেন, 'কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী) লিবারেশন একটি ক্যাডার-ভিত্তিক দল। তাদের সমাজবদলের লড়াই ভুলে গেলে চলবে না। সিপিআই(এম)-এর প্রতিও মনোযোগ দেওয়া প্রয়োজন।'
রাহুল গান্ধীর নীতির প্রতি সমর্থন
রাহুল গান্ধীর নেতৃত্বের প্রশংসা করে পাপ্পু যাদব বলেন, 'ওবিসি ও অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ এবং পঞ্চায়েতে প্রতিনিধিত্ব বৃদ্ধি, এই উদ্যোগগুলো রাহুল গান্ধীর নীতির প্রমাণ। তিনি সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য কাজ করছেন।'
এনডিএ ও বিজেপির সমালোচনা
বিজেপি ও এনডিএকে নিশানা করে পাপ্পু যাদব বলেন, 'গত ২০ বছরে বিহারের গড় আয় ৩৩,০০০-৩৬,০০০ টাকায় রয়ে গেছে। চার কোটি বিহারবাসী এখনও রাজ্যের বাইরে কাজ করতে বাধ্য।' তিনি বলেন, 'চিনিকল, দুধ ও কাগজ শিল্প বন্ধ হয়ে গেছে। শিল্পায়নের কথা কেউ বলে না, শুধু প্রতিশ্রুতির রাজনীতি চলে।'
তিনি অভিযোগ করেন, 'ভোটার তালিকায় অনিয়ম হচ্ছে। ৪৯ লাখ মানুষ বাদ গেছে, কিন্তু কাউকে নোটিশও পাঠানো হয়নি। ১১ বছরে মাত্র ৪০০ অনুপ্রবেশকারীকে বহিষ্কার করা হয়েছে—এটা বাস্তবে কতটা কার্যকর?'
জনসেবার অঙ্গীকার
জনগণের জন্য প্রতিশ্রুতি দিয়ে পাপ্পু যাদব বলেন, 'যতদিন আমি বেঁচে আছি, দরিদ্রদের চিকিৎসা এক টাকাতেও হবে না। আধার, রেশন ও প্যান কার্ডের মত সেবাগুলি বিনামূল্যে পাবেন মানুষ।'