বাজেট ভাষণে বারবার পশ্চিমবঙ্গের কথা রাষ্ট্রপতির মুখেসংসদের বাজেট অধিবেশন আজ, ২৮ জানুয়ারি শুরু হয়েছে। এই অধিবেশনটি ২ এপ্রিল, ২০২৬ পর্যন্ত চলবে এবং দুটি পর্যায়ে বিভক্ত হবে। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর যৌথ অধিবেশনে ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছে।
সংসদে রাষ্ট্রপতির ভাষণ
বাজেট অধিবেশনের উদ্বোধন করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, 'সংসদের এই অধিবেশনে ভাষণ দিতে পেরে আমি আনন্দিত। গত বছরটি ছিল স্মরণীয়, ভারতের দ্রুত অগ্রগতি এবং ঐতিহ্য উদযাপনের বছর... বন্দে মাতরমের ১৫০তম বার্ষিকী সারা দেশে পালিত হচ্ছে। নাগরিকরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তাঁর মহান অনুপ্রেরণার জন্য শ্রদ্ধা জানাচ্ছেন। সংসদে এই বিষয়ে বিশেষ আলোচনা করার জন্য আমি সকল সাংসদকে অভিনন্দন জানাই।'
বাজেট অধিবেশন চলাকালীন সংসদের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে ২০২৬ সালের সঙ্গে সঙ্গে ভারত এই শতাব্দীর দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে। তিনি বলেন যে এই শতাব্দীর প্রথম ২৫ বছর ভারতের জন্য অনেক সাফল্য, গর্বিত অর্জন এবং অসাধারণ অভিজ্ঞতায় পরিপূর্ণ। রাষ্ট্রপতি মুর্মু তার ভাষণে বলেন, 'গত ১০-১১ বছরে, ভারত প্রতিটি ক্ষেত্রে তার ভিত্তি মজবুত করেছে। এই বছরটি 'উন্নত ভারতের' দিকে আমাদের যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।'
#WATCH | Budget session | President Droupadi Murmu says, "Gurudev Rabindranath Tagore had said that independence is incomplete until a self-reliant life is lived. Towards making India 'aatmanirbhar', my government is making continuous and concrete steps. Today, the products made… pic.twitter.com/MDqRvzDj0M
— ANI (@ANI) January 28, 2026
রাষ্ট্রপতি তার ভাষণে বলেন, 'আমাদের সরকার প্রকৃত সামাজিক ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতির ফলস্বরূপ, গত দশকে ২৫ কোটি নাগরিক দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছে। সরকারের তৃতীয় মেয়াদে দরিদ্রদের ক্ষমতায়নের অভিযান ত্বরান্বিত হয়েছে।'
রাষ্ট্রপতি সংসদে অপারেশন সিঁদুরের কথা উল্লেখ করেছেন
যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের সাফল্য তুলে ধরে বলেন যে, অপারেশন সিঁদুর বিশ্বের কাছে ভারতের বীরত্ব প্রদর্শন করেছে। রাষ্ট্রপতি বলেন যে, এই অভিযান সফলভাবে জঙ্গি শিবির ধ্বংস করেছে, যা বিশ্বের কাছে ভারতের কৌশলগত ক্ষমতা এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার ক্ষমতা আরও প্রদর্শন করেছে।
জি রাম জি বিলের কথা উঠতেই সংসদে হট্টগোল
রাষ্ট্রপতি যখন তাঁর ভাষণে 'জি রাম জি' বিলের কথা উল্লেখ করেন, তখন হঠাৎ করেই সংসদের পরিবেশ বদলে যায়। শাসক দলের আসন থেকে জোরে করতালি শুরু হয়, আর বিরোধী দলগুলি স্লোগান দিতে থাকে।
রাষ্ট্রপতির মুখে বাংলার কথা
বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দিতে গিয়ে পশ্চিমবঙ্গের নামও একাধিকবার রাষ্ট্রপতির মুখে শোনা গিয়েছে। পূর্ব ভারতের উন্নয়নের কথা বলতে গিয়ে বাংলার কথা টেনে এনেছেন রাষ্ট্রপতি। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের উন্নতির কথাও বলেছেন রাষ্ট্রপতি। প্রকৃত স্বাধীনতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি শোনা গিয়েছে দ্রৌপদী মুর্মুর কন্ঠে।