scorecardresearch
 

60 Lakh New Jobs: ৬০ লক্ষ নতুন চাকরি! তরুণদের কী কী ঘোষণা? এক নজরে

Budget 2022: বাজেটে তরুণদের স্বস্তি দিয়েছে সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৬০ লক্ষ নতুন চাকরির ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, ৩০ লাখ অতিরিক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement
তরুণদের জন্য মোদী সরকারের বড় ঘোষণা তরুণদের জন্য মোদী সরকারের বড় ঘোষণা
হাইলাইটস
  • তরুণদের জন্য মোদী সরকারের বড় ঘোষণা
  • ৬০ লাখ নতুন চাকরি
  • ৩০ লাখ অতিরিক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা রয়েছে

Budget 2022: মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফাঁকে পেশ করা এই বাজেটের দিকে নজর ছিল গোটা দেশের। বাজেটে তরুণদের স্বস্তি দিয়েছে সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৬০  লক্ষ নতুন চাকরির ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, ৩০ লাখ অতিরিক্ত চাকরি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

নির্মলা সীতারমন বলেছিলেন যে স্বনির্ভর ভারতে  ১৬  লক্ষ চাকরি দেওয়া হবে। মেক ইন ইন্ডিয়ার আওতায় আসবে ৬০  লাখ চাকরি। প্রসঙ্গত, কর্মসংস্থান নিয়ে বিরোধীদের নিশানায় রয়েছে মোদী সরকার। বিরোধী দলগুলোর দাবি, এই সরকার কর্মসংস্থান সৃষ্টিতে ব্যর্থ হয়েছে। কিন্তু এখন ৬০ লাখ চাকরির ঘোষণা করে বিরোধীদের জবাব দিয়েছে সরকার।

 

এজদিন সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, কেন্দ্রীয় বাজেট হল অমৃত সময়ের পরবর্তী ২৫ বছরের ব্লু প্রিন্ট।২০২২-২৩  সালে জাতীয় সড়ক ২৫ হাজার কিলোমিটার প্রসারিত করা হবে। পিএম  গতি শক্তি মাস্টার প্ল্যান বর্ধিতকরণের ৭ ইঞ্জিনের উপর ভিত্তি করে। আগামী ৩ বছরে, ৪০০ টি নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেন আরও ভাল দক্ষতার সাথে চালু করা হবে। ১০০ PM গতি শক্তি কার্গো টার্মিনাল আগামী ৩ বছরে উন্নত করা হবে।

অর্থমন্ত্রী সীতারামন বলেছেন, 'এই বাজেট থেকে ভারত আগামী ২৫ বছরের জন্য ভিত্তি পাবে। আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯.২% হবে বলে আশা করা হচ্ছে। চলতি বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৯.২% হবে বলে অনুমান করা হয়েছে, যা বড় অর্থনীতিগুলির মধ্যে সর্বোচ্চ। অর্থমন্ত্রী সীতারামন বলেছেন যে এয়ার ইন্ডিয়ার বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং এলআইসির আইপিও এখন শীঘ্রই আসবে।

Advertisement

সীতারমন ঘোষণা করেছেন-

  • স্বনির্ভর ভারতে ১৬ লাখ চাকরি দেওয়া হবে।
  • একই সময়ে, মেক ইন ইন্ডিয়ার অধীনে ৬০ লক্ষ চাকরি আসবে।
  • কর্মসংস্থানের সুযোগ বাড়াতে নতুন করে দক্ষতা উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।
  • জাতীয় দক্ষতা যোগ্যতা প্রোগ্রাম শিল্পের চাহিদা অনুযায়ী তৈরি করা হবে।
  • রাজ্য-চালিত শিল্প প্রশিক্ষণ কেন্দ্রগুলিও প্রয়োজন অনুসারে আপগ্রেড করা হবে।
     

Advertisement