TMC On Delhi polls: 'দিল্লির পর বাংলা', হুঙ্কার ধর্মেন্দ্রর, সৌগতর ব্যাখ্যা,'ইগোই ডোবাল'

২৭ বছর পর দিল্লি দখল করে বিজেপি এবার বিহার ও বাংলার দিকে তাকিয়ে। ২০২১ সালে বাংলায় সরকার গড়তে ব্যর্থ হয়েছে বিজেপি। যা ছিল তাদের কাছে বিরাট ধাক্কা। এবার দিল্লিতে ভাল ফল করেই বিজেপির শীর্ষ নেতাদের চোখ বাংলার দিকে। কারণ সামনে বছর বাংলায় বিধানসভা নির্বাচন।

Advertisement
'দিল্লির পর বাংলা', হুঙ্কার ধর্মেন্দ্রর, সৌগতর ব্যাখ্যা,'ইগোই ডোবাল'দিল্লিতে AAP-র হারের কারণ জানালেন সৌগত
হাইলাইটস
  • ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৯টি আসন জিতেছিল
  • ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যদিও তারা মুখ থুবড়ে পড়ে

২৭ বছর পর দিল্লি দখল করে বিজেপি এবার বিহার ও বাংলার দিকে তাকিয়ে। ২০২১ সালে বাংলায় সরকার গড়তে ব্যর্থ হয়েছে বিজেপি। যা ছিল তাদের কাছে বিরাট ধাক্কা। এবার দিল্লিতে ভাল ফল করেই বিজেপির শীর্ষ নেতাদের চোখ বাংলার দিকে। কারণ সামনে বছর বাংলায় বিধানসভা নির্বাচন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইন্ডিয়া টুডে-কে বলেছেন যে ২০২৬ সালের নির্বাচনে বিজেপি বাংলায় পূর্ণ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করবে। তিনি বলেন,'আমরা ২০২৫ সালে আছি, আমরা সবেমাত্র দিল্লি জিতেছি। আমরা শুধু দিল্লিতেই থামব না। প্রধানমন্ত্রী বলেছেন যতক্ষণ না পূর্ব ভারতে উন্নয়ন হবে, পুরো জাতি জেগে উঠবে না। বিহারে আমরা আবার সরকার গড়ব। ওড়িশা ও অসমে আমরা গঠন করেছি। যখনই বাংলায় নির্বাচন হবে আমরা জিতব।'

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১৯টি আসন জিতেছিল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যদিও তারা মুখ থুবড়ে পড়ে। তারা মাত্র ৭৭টি আসন জেতে। ২০২৪ সালের নির্বাচনে আবারও ধাক্কা খেয়েছে বিজেপি। মাত্র ১২টি আসন জিতেছে। অর্থাৎ ৭টা আসন কমেছে। বাংলায় বিজেপির ভোটে ক্রমেই কমছে কি না প্রশ্ন করা হলে ধর্মেন্দ্র প্রধান বলেন, না। তিনি বলেন,'এটা বলা ভুল যে ২০২৪ সাল থেকে আমরা বাংলায় ভাল ফল করতে পারিনি। দু-তিনটি আসন হারা আলাদা। আমরা একটি শক্তিশালী বিরোধী এবং আমাদের একটি ভাল ভোট শেয়ার রয়েছে। বাংলায় সরকার গঠনের জন্য আরও কিছু শতাংশ ভোটের প্রয়োজন।' ধর্মেন্দ্র প্রধান ইন্ডিয়া অ্যালায়েন্সকেও কটাক্ষ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, 'কোনও ইন্ডিয়া জোট নেই, এটি কেবল প্রধানমন্ত্রী এবং দেশকে গালি দেওয়ার জন্য গঠিত হয়েছে। এখন তারা দেশ এবং সংবিধানকে অপব্যবহার করে। তারা জিতলে সব ভাল, হারলে সব কিছু খারাপ।'

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'দিল্লিতে মানুষ আম আদমি পার্টির বিরুদ্ধে ভোট দিয়েছে, আমাদের দল AAP-কে সমর্থন করেছিল। কিন্তু সত্যি কথা বলতে, আম আদমি পার্টির বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল। মদ কেলেঙ্কারির প্রভাব ছিল। বিজেপি খুব চেষ্টা করে জিতেছে, এখন তারা দেশে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে এবং তাদের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবে। ইন্ডিয়া অ্যালায়েন্সের দলগুলো যদি একসঙ্গে লড়াই করে তবেই কিছু হবে, যদি তারা তাদের অহং নিয়ে থাকে তবে ফল দিল্লির মতোই হবে। বাংলায় শুধু টিএমসি আছে, দিল্লি বা অন্য কোনও রাজ্যের সঙ্গে বাংলার তুলনা করা যায় না। বাংলার প্রতিটি রাস্তায়, এলাকায় টিএমসি আছে, শুধুমাত্র আমরাই এখানে জিতব।'

Advertisement

২৭ বছর পর দিল্লিতে বিজেপির জয়ের পরই হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ২০২৬ সালে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে বলে তিনি দাবি করেন। পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষও। তিনি বলেন, দিল্লি ভোটের প্রভাব পড়বে না বাংলায়। ফের সরকার গড়বে তৃণমূল কংগ্রেসই। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল ২৫০-এর বেশি আসন পাবে। চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

POST A COMMENT
Advertisement