সোমবার অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের আগে ভাষণে, বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, 'দেশের মানুষ সংসদ থেকে স্লোগান নয়, সাবস্ট্যান্স(সারবত্তা) চায়।'
'দেশের মানুষ ডিবেট চায়, নাটক, হট্টগোল চায় না। দেশ স্লোগান চায় না, সারবত্তা চায়। দেশের একটি ভাল বিরোধী দল দরকার, একটি দায়িত্বশীল বিরোধী দল,' ভাষণে বলেন প্রধানমন্ত্রী।
বিরোধী জোটকে আরও নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, 'মানুষ বিরোধী দলের কাছ থেকে ভালো পদক্ষেপ আশা করে... আশা করি বিরোধীরা তাঁদের ভূমিকা পালন করবেন এবং গণতন্ত্রের মর্যাদা বজায় রাখার প্রত্যাশা পূরণ করবেন।' বিরোধীদের উদ্দেশে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, 'সরকার গড়তে সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। কিন্তু দেশ চালাতে সহতম প্রয়োজন।'
তিনি বলেন, 'দেশবাসী বিরোধীদের উপর গণতন্ত্রের গরিমা বজায় রাখার প্রত্যাশা করেন। আমি আশা করি বিরোধীরা তাতে সফল হবেন। সাধারণ মানুষের প্রত্যাশা থাকে সংবিধানে ডিবেট, ডিজিল্যান্সের। মানুষের এই প্রত্যাশা নেই যে, নাটক(নখড়ে) হতে থাকবে, ড্রামা হতে থাকবে, ডিস্টার্বেন্স হতে থাকবে। মানুষ সাবস্টেন্স চান, স্লোগান চান না। দেশবাসী একটি ভাল, দায়িত্বপূর্ণ বিরোধী আশা করে। আমার দৃঢ় বিশ্বাস এই ১৮তম লোকসভায় আমাদের যে সাংসদরা জিতে এসেছেন, তাঁরা সাধারণ মানুষের এই আশাগুলি পূর্ণ করার চেষ্টা করবেন।'
এদিন শুরুতেই দেশের জনগণের প্রতি পূর্ণ আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি (BJP) সরকার তার টানা তৃতীয় মেয়াদে এসেছে। আর এবার তিনগুণ বেশি কাজ করবে।