PM Vikasit Bharat Yojana: আজ থেকেই 'PM বিকশিত ভারত রোজগার যোজনা'য় ১৫ হাজার টাকা পাবেন যুবক-যুবতীরা, জানুন

দেশের যুবশক্তিকে শক্তিশালী করতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ থেকে দেশজুড়ে কার্যকর করেন উন্নত ভারত কর্মসংস্থান প্রকল্প। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই প্রকল্পটি ১৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া যুবক যুবতীদের সরকার ১৫,০০০ টাকা দেবে।

Advertisement
আজ থেকেই 'PM বিকশিত ভারত রোজগার যোজনা'য় ১৫ হাজার টাকা পাবেন যুবক-যুবতীরা, জানুনপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

দেশের যুবশক্তিকে শক্তিশালী করতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ থেকে দেশজুড়ে কার্যকর করেন উন্নত ভারত কর্মসংস্থান প্রকল্প। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী মোদী বলেন, এই প্রকল্পটি ১৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে। এই প্রকল্পের আওতায়, বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া যুবক যুবতীদের সরকার ১৫,০০০ টাকা দেবে।

লাল কেল্লা থেকে তিনি বলেন, "দেশের যুবসমাজের জন্য বড় খবর। আজ, ১৫ আগস্ট, থেকে দেশের যুবসমাজের জন্য ১ লক্ষ কোটি টাকার একটি প্রকল্প চালু করছি। আজ থেকে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা কার্যকর করা হয়েছে। বেসরকারি খাতে প্রথম চাকরি পাওয়া ছেলে-মেয়েদের সরকার ১৫,০০০ টাকা করে দেবে। এর ফলে ৩.৫ কোটি যুবক-যুবতীর কর্মসংস্থান হবে।"যেসব কোম্পানি আরও বেশি কর্মসংস্থানের চেষ্টা করবে, তাদেরও উৎসাহ দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বিকশিত ভারত রোজগার যোজনা প্রায় ৩.৫ কোটি যুবক-যুবতীর জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এর জন্য সমস্ত যুব সমাজকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বিকাশিত ভারত যোজনা কী?
প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা (PM-VBRY) হল ভারত সরকারের তৈরি সর্বশেষ কর্মসংস্থান প্রকল্প। কোনও কোম্পানি কর্মীর সংখ্যা বাড়াতে চাইলে অথবা প্রথমবারের মতো চাকরি খুঁজলে এই স্কিমটি উপকারী হতে পারে। এই প্রকল্প (প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা) আজ থেকে কার্যকর। এর উদ্দেশ্য হল যুবকদের তাদের প্রথম চাকরি পেতে সহায়তা করা।

নতুন কর্মচারীদের জন্য:  EPFO-তে রেজিস্টার্ড কর্মীদের লক্ষ্য 
এতে দুটি কিস্তিতে এক মাসের EPF বেতন, সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া কর্মচারীরা এর জন্য যোগ্য হবেন। প্রথম কিস্তি ৬ মাসের চাকরির পর এবং দ্বিতীয় কিস্তি ১২ মাস চাকরির পর।  

কোম্পানিগুলিকে সহায়তা:
সমস্ত ক্ষেত্রে অতিরিক্ত কর্মসংস্থানে সরকার কোম্পানিগুলিকে দু' বছরের জন্য মাসে ৩,০০০ টাকা পর্যন্ত দেবে। যাদের কমপক্ষে ছয় মাস একটানা কর্মসংস্থান থাকবে। উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির জন্য তৃতীয় এবং চতুর্থ বছর পর্যন্তও বাড়ানো হবে।

Advertisement

এদিন জিএসটি নিয়েও বড় ঘোষণা করে প্রধানমন্ত্রী। বলেন, "আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে। কমবে জিনিসপত্রের দাম।"

POST A COMMENT
Advertisement