PM Modi on NDA Meeting: নয়াদিল্লির অশোকা হোটেলে প্রধানমন্ত্রী মোদীর সভাপতিত্বে এনডিএ বৈঠক চলছে। অশোকা হোটেলে পৌঁছালে এনডিএ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল নিয়ে এখানে আলোচনা করা হবে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের কৌশল স্থির করার জন্য এনডিএ-র বৈঠকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, এনডিএ একটি ইতিবাচক শক্তি। তিনি বলেন- 'এনডিএ-র ২৫ বছরের যাত্রার সঙ্গে আগামী ২৫ বছরে বড় লক্ষ্যের দিকে পা বাড়াচ্ছে দেশ। এর লক্ষ্য একটি উন্নত ও স্বনির্ভর ভারত গড়া। লক্ষ লক্ষ ভারতীয় নতুন সংকল্পের শক্তিতে পূর্ণ। এ ক্ষেত্রে এনডিএ-র বড় ভূমিকা রয়েছে। ভারতের উন্নয়নের জন্য এনডিএকে ইতিবাচক শক্তি হিসেবে দেখা উচিত। আমাদের এজেন্ডা, আমাদের চেতনা এবং আমাদের পথ ইতিবাচক। কেন্দ্র সরকার সংখ্যাগরিষ্ঠতায় গঠিত হয়েছে, কিন্তু দেশ চলে সবার প্রচেষ্টায়।
এনডিএ-র লক্ষ্য সরকার গঠন বা ক্ষমতা লাভ নয়
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘নেতিবাচকতা নিয়ে গঠিত জোট কখনওই সফল হয়নি। কংগ্রেস নয়ের দশকে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে জোট করেছিল। ওই সময়ে এনডিএ গঠিত হয়েছিল। কিন্তু এনডিএ-র লক্ষ্য কখনওই সরকার গঠন বা ক্ষমতা লাভ করা ছিল না। এনডিএ কারও বিরোধিতায় গঠিত হয়নি। কাউকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এনডিএ কখনওই গঠিত হয়নি। দেশে স্থিতিশীল সরকার থাকলে দেশের অসময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। অটলজির সরকারেও দেখেছি এবং গত ৯ বছরেও তাই দেখছি।’
এনডিএ এর অর্থ
প্রধানমন্ত্রী মোদী তার ভাষণে এনডিএ এর অর্থও ব্যাখ্যা করেন। তিনি বলেন, ‘এনডিএ মানে এন-নিউ ইন্ডিয়া বা নতুন ভারত, ডি-ডেভেলপড নেশন অর্থাৎ জাতীর উন্নয়ন, এ- অ্যস্পিরেশনস অফ দ্য পিপল অর্থাৎ জনগণের আকাঙ্ক্ষা। আজ যুব, মহিলা, মধ্যবিত্ত, দলিত এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতদের এনডিএ-এর উপর আস্থা রয়েছে।’
#WATCH I assure you that I will leave no stone unturned in my hard work, efforts...Mere shareer ka haar kann, mere samay ka har shan, desh ko hi samarpit hai. (Every particle of my body, every moment of my time is dedicated to the country): Prime Minister Narendra Modi in Delhi pic.twitter.com/zUTy3Z2ZDl
— ANI (@ANI) July 18, 2023
আমরা ইতিবাচক রাজনীতি করেছি
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিরোধী দলে থাকাকালীনও ইতিবাচক রাজনীতি করেছি, কখনও নেতিবাচক রাজনীতি করিনি। আমরা বিরোধী দলে থেকে সরকারের বিরোধিতা করেছি, তাদের কেলেঙ্কারি সামনে এনেছি কিন্তু কোনও আদেশের অবমাননা করিনি, কখনও বিদেশি শক্তির সাহায্যও চাইনি। ক্ষমতার সীমাবদ্ধতার কারণে যখন কোনও জোট করা হয়, যখন জোট হয় দুর্নীতির অভিপ্রায়ে, যখন জোট হয় পরিবারতন্ত্রের নীতির ওপর ভিত্তি করে, যখন জাতিভেদ ও আঞ্চলিকতাকে মাথায় রেখে জোট করা হয়, তখন সেই জোটের কারণে দেশের অনেক ক্ষতি হয়।’
কোনও ঐক্য নেই, ঠেকায় পড়েই একত্রিত বিরোধীরা
বিরোধী ফ্রন্টের ঐক্যকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী মোদী বলেন যে, ‘ছবিতে আপনারা বিরোধী নেতাদের সক্ষতা দেখছেন, আসলে তাদের মধ্যে কোনও ঐক্য নেই। বিরোধীরা চাপে পড়েই একত্রিত, একজোট হয়েছে। এরা একে অপরের কাছে আসতে পারে, কিন্তু একসঙ্গে থাকতে পারে না। সারাজীবন যাঁর বিরোধিতা করেছেন, তিনিই এখন সবাইকে স্বাগত জানাতে শুরু করেছেন। তার দলের কর্মীরাও এতে বিভ্রান্ত হয়ে পড়ছেন। এই লোকেবিরোধীরা মোদীর জন্য চিন্তা করে সময় কাটাচ্ছেন। এর বদলে তারা যদি দেশের জন্য চিন্তা করতেন, তবে ভাল হতো।’