দেশের প্রথম Nature Themed বিমানবন্দর টার্মিনাল, জুবিনের শহর গুয়াহাটিতে উদ্বোধন মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি দেশের প্রথম প্রকৃতি-থিমযুক্ত বিমানবন্দর টার্মিনাল হিসেবে পরিচিত।

Advertisement
দেশের প্রথম Nature Themed বিমানবন্দর টার্মিনাল, জুবিনের শহর গুয়াহাটিতে উদ্বোধন মোদীরঅসমের নতুন এয়ারপোর্ট টার্মিনাল।-ফাইল ছবি
হাইলাইটস
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন।
  • প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি দেশের প্রথম প্রকৃতি-থিমযুক্ত বিমানবন্দর টার্মিনাল হিসেবে পরিচিত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার আসামের গুয়াহাটিতে লোকপ্রিয় গোপীনাথ বরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন। প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি দেশের প্রথম প্রকৃতি-থিমযুক্ত বিমানবন্দর টার্মিনাল হিসেবে পরিচিত। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নতুন টার্মিনাল ঘুরে দেখেন। একই সঙ্গে বিমানবন্দরের বাইরে আসামের প্রথম মুখ্যমন্ত্রী লোকপ্রিয় গোপীনাথ বরদোলোইয়ের ৮০ ফুট উচ্চতার মূর্তিও উন্মোচন করেন তিনি।

নতুন টার্মিনালটির বার্ষিক যাত্রী ধারণক্ষমতা হবে ১ কোটি ৩০ লক্ষেরও বেশি। ফলে এটি উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম বিমানবন্দর টার্মিনাল হিসেবে আত্মপ্রকাশ করল। সরকারি সূত্রে জানা গিয়েছে, পুরো প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৫,০০০ কোটি টাকা। এর মধ্যে ১,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল সংক্রান্ত পরিকাঠামোর জন্য।

কর্মকর্তারা জানান, গুয়াহাটি বিমানবন্দরকে উত্তর-পূর্ব ভারতের একটি প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আদানি এয়ারপোর্ট হোল্ডিংস লিমিটেড এই নতুন টার্মিনালটি নির্মাণ করেছে। টার্মিনালের নকশায় বাঁশ, অর্কিড এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের ব্যবহার করা হয়েছে, যা আসামের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে।

এই প্রকল্প বাস্তবায়নে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় ছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টার্মিনালের সংযোগ সড়ক সম্প্রসারণের জন্য ১১৬.২ কোটি টাকা অনুমোদন করেছিলেন। শুক্রবারই প্রধানমন্ত্রী মোদী এই টার্মিনালের একটি ঝলক সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে একে আসামের পরিকাঠামোর ক্ষেত্রে বড়সড় অগ্রগতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই নতুন টার্মিনাল বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটানোর পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।
 

 

POST A COMMENT
Advertisement