Narendra Modi-Shashi Tharoor: মোদী বললেন, 'আজকের ইভেন্ট অনেকের ঘুম উড়িয়ে দেবে,' মঞ্চে তখন পিনারাই-থারুর

মঞ্চে ছিলেন নরেন্দ্র মোদী, গৌতম আদানি। কেরলে ভিঝিনজাম সিপোর্টের উদ্বোধন অনুষ্ঠানে শশী থারুরের উপস্থিতি ঘিরে নানা জল্পনা।

Advertisement
মোদী বললেন, 'আজকের ইভেন্ট অনেকের ঘুম উড়িয়ে দেবে,' মঞ্চে তখন পিনারাই-থারুরNarendra Modi Shashi Tharoor
হাইলাইটস
  • কেরলে সিপোর্টের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
  • একমঞ্চে মোদী-আদানির সঙ্গে শশী থারুর
  • ইন্ডিয়া জোটকে নিশানা করলেন মোদী

শশী থারুরকে সঙ্গে নিয়ে কেরলের তিরুবনন্তপুরমে ভিঝিনজম আন্তর্জাতিক বন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সঙ্গে অস্বস্তি বাড়ালেন কংগ্রেসের। শুক্রবার বন্দর উদ্বোধনের অনুষ্ঠান মঞ্চ থেকে থারুরের কাঁধে বন্দুক রেখে তাঁরই দলকে বিঁধলেন নমো। বললেন, 'অনেকেরই আজ রাতের ঘুম উড়ে যাবে।' ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন গৌতম আদানিও। 

এ দিন শশী থারুরের পাশাপাশি কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁকে উদ্দেশ করে হাসতে হাসতে নরেন্দ্র মোদী বলেন, 'আপনি ইন্ডি জোটের একজন মজবুত স্তম্ভ। শশী থারুরজিও এখানে উপস্থিত রয়েছেন। আজ বোধহয় অনেকেরই রাতের ঘুম উড়ে যাবে।'

উল্লেখ্য, সম্প্রতি শশী থারুরের সঙ্গে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল তাঁর নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করার পর। রুশ-ইউক্রেন যুদ্ধে ভারত সরকারের ভূমিকা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কূটনৈতিক বার্তালাপের প্রশংসা করেছিলেন কংগ্রেসের তিরুবনন্তপুরমের সাংসদ। তাঁর বিরুদ্ধে হেরে যাওয়া BJP-র রাজ্য সভাপতি রাজীব চন্দ্রশেখরও সম্প্রতি থারুরকে কংগ্রেসের একমাত্র বুদ্ধিমান নেতা বলে উল্লেখ করেন। ফলে এই আবহে এ দিন নরেন্দ্র মোদীর কটাক্ষকে মোটেই হালকা ছলে নিচ্ছে না বিরোধী পক্ষ। 


অন্যদিকে, কেরলের এই ভিঝিনজাম আন্তর্জাতিক বন্দর প্রজেক্ট প্রাথমিক ভাবে আদানি গ্রুপের তৈরি। যাদের সঙ্গে ইন্ডিয়া জোটের কার্যত আদায় কাঁচকলায় সম্পর্ক। প্রায়শই এই সংস্থার বিরুদ্ধে সরব হতে দেখা যায় ইন্ডিয়া জোটের নেতাদের। আর সেই প্রজেক্টের জন্মলগ্ন থেকে সঙ্গে থাকার জন্য নিজেকে গর্বিত মনে করছেন থারুর। ভিঝিনজাম সিপোর্টের উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক ছবিও প্রকাশ্যে এসেছে কংগ্রেস সাংসদের। এ দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানিও। প্রজেক্টটির জন্য খরচ হয়েছে মোট ৮ হাজার ৮৬৭ কোটি টাকা। 

নরেন্দ্র মোদীর কটাক্ষ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, 'জানি না কোন গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হেন মন্তব্য করছেন। ইন্ডিয়া জোট, কংগ্রেস কিংবা রাহুল গান্ধী নয়, প্রধানমন্ত্রীই বিনিন্দ্র রজনী কাটাবেন। জাতিগত জনগণনা নিয়ে ওঁর উপর চাপ তৈরি করব আমরা। মহিলা সংরক্ষণ বিলের মতোই এটির ঘোষণা করা হয়েছে। আমরা শান্তির ঘুম ঘুমব। তবে প্রধানমন্ত্রীর ঘুম আসবে না।'

Advertisement

POST A COMMENT
Advertisement