PM Modi: 'আমার সামনে মিনি হিন্দুস্তান...', কুয়েতে প্রবাসী ভারতীয়দের সম্বোধন মোদীর, করলেন কুম্ভের আমন্ত্রণ

কুয়েতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারতীয় প্রবাসীদের উদ্দেশে এক হৃদয়গ্রাহী ভাষণ দেন। ‘হালা মোদী’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের দেখে তাঁদের ‘মিনি হিন্দুস্তান’-এর প্রতিনিধি বলে উল্লেখ করেন।

Advertisement
'আমার সামনে মিনি হিন্দুস্তান...', কুয়েতে প্রবাসী ভারতীয়দের সম্বোধন মোদীর, করলেন কুম্ভের আমন্ত্রণ
হাইলাইটস
  • কুয়েতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারতীয় প্রবাসীদের উদ্দেশে এক হৃদয়গ্রাহী ভাষণ দেন।
  • ‘হালা মোদী’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের দেখে তাঁদের ‘মিনি হিন্দুস্তান’-এর প্রতিনিধি বলে উল্লেখ করেন।

কুয়েতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ভারতীয় প্রবাসীদের উদ্দেশে এক হৃদয়গ্রাহী ভাষণ দেন। ‘হালা মোদী’ শীর্ষক এই বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রবাসীদের দেখে তাঁদের ‘মিনি হিন্দুস্তান’-এর প্রতিনিধি বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে, আমার সামনে সমগ্র ভারত হাজির হয়েছে। প্রতিটি অঞ্চলের মানুষ এখানে উপস্থিত থাকলেও সবার হৃদয়ে একটি মাত্র প্রতিধ্বনি শোনা যাচ্ছে—‘ভারত মাতা কি জয়।’”

চার দশকের পরে কুয়েত সফরে ভারতীয় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদী উল্লেখ করেন, এটি অত্যন্ত বিশেষ মুহূর্ত, কারণ দীর্ঘ ৪৩ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রী কুয়েতে সফর করছেন। ভারত ও কুয়েতের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, “ভারত ও কুয়েত সভ্যতা, সমুদ্র ও বাণিজ্যের সম্পর্ক দ্বারা যুক্ত। আমরা সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছি।”

কুয়েতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
কুয়েতের নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় কর্মীদের জন্য কুয়েত যে ভূমিকা পালন করেছে তা প্রশংসার যোগ্য। প্রবাসীদের কল্যাণে ভারতের প্রযুক্তি-ভিত্তিক উদ্যোগ, বিশেষ করে ই-মাইগ্রেট পোর্টালের কথা তুলে ধরেন তিনি।

প্রবাসীদের কুম্ভের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী ২০২৫ সালের জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিতব্য প্রবাসী ভারতীয় দিবস এবং মহাকুম্ভে অংশগ্রহণের জন্য প্রবাসীদের আমন্ত্রণ জানান। তিনি বলেন, “ভারত ও কুয়েতের মধ্যে ঐতিহাসিক স্মৃতি জড়িয়ে রয়েছে। করোনা মহামারীর সময়ে দুই দেশ একে অপরকে সহযোগিতা করেছে। বিশেষ করে তরল অক্সিজেন সরবরাহের জন্য ভারত কুয়েতের প্রতি কৃতজ্ঞ।”

ভারতের অগ্রগতির চিত্র
প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তৃতায় ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ইকোসিস্টেম। পাশাপাশি, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল উৎপাদনকারী দেশ হিসেবে স্থান পেয়েছে।

‘সমগ্র বিশ্বকে একটি পরিবার মনে করি’
প্রধানমন্ত্রী বলেন, “ভারত সমগ্র বিশ্বকে একটি পরিবার মনে করে এবং বিশ্বও ভারতের এই ভাবনার প্রতি সম্মান দেখাচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে ভারতের যোগব্যায়াম বিশ্বকে সংযুক্ত করছে। আমাদের ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি আজ বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে। শ্রী আন্নার মতো পুষ্টিকর খাদ্য উপাদান স্বাস্থ্যকর জীবনধারার ভিত্তি হয়ে উঠেছে।”

Advertisement

ভারত-কুয়েত বন্ধুত্বের নব অধ্যায়
প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত-কুয়েত সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। রবিবার তিনি কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ নাওয়াফ আল আহমদ আল সাবাহ-এর সঙ্গে বৈঠক করবেন, যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সফরের শেষে প্রধানমন্ত্রী মোদী ভারতের উদ্দেশে রওনা দেবেন।

 

TAGS:
POST A COMMENT
Advertisement