PM Modi rides Japanese bullet train: জাপানের বুলেট ট্রেনে চড়ে ঘুরলেন মোদী, ভারতেও চলবে এই আধুনিক রেল?

ভারতীয় রেলকে আধুনিকতার শিখরে পৌঁছে দেওয়ার কথা বহুবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু হয়েছে বুলেট ট্রেন।  জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়েন সে দেশের বুলেট ট্রেনে। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। জাপানের বুলেট ট্রেনে। 

Advertisement
জাপানের বুলেট ট্রেনে চড়ে ঘুরলেন মোদী, ভারতেও চলবে এই আধুনিক রেল?
হাইলাইটস
  • ভারতীয় রেলকে আধুনিকতার শিখরে পৌঁছে দেওয়ার কথা বহুবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • চালু হয়েছে বুলেট ট্রেন।  জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়েন সে দেশের বুলেট ট্রেনে।

ভারতীয় রেলকে আধুনিকতার শিখরে পৌঁছে দেওয়ার কথা বহুবার বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চালু হয়েছে বুলেট ট্রেন।  জাপান সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চড়েন সে দেশের বুলেট ট্রেনে। সঙ্গে ছিলেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। জাপানের বুলেট ট্রেনে। 

যাত্রাপথে তাঁরা পূর্ব জাপান রেলওয়ে কোম্পানির উন্নত প্রযুক্তি ঘুরে দেখেন এবং ALFA-X নামের সর্বাধুনিক ট্রেন সম্পর্কেও অবহিত হন। জাপান পূর্ব রেলের চেয়ারম্যান এই ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য ও প্রযুক্তি সম্পর্কে তাঁদের বিশদে জানান। ইশিবা পরে সামাজিক মাধ্যমে এই সফরের ছবি শেয়ার করে লেখেন, 'প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সেনদাই যাচ্ছি, গত রাত থেকে আজ পর্যন্ত তাঁর সঙ্গে সময় কাটাচ্ছি।' ছবিতে দুই প্রধানমন্ত্রীকে বুলেট ট্রেনের কামরায় পাশাপাশি বসে থাকতে দেখা যায়।

ট্রেন সফরের আগে মোদী দেখা করেন বর্তমানে জাপানে প্রশিক্ষণরত ভারতীয় ট্রেন চালকদের সঙ্গে। ভবিষ্যতের ভারতীয় বুলেট ট্রেন পরিষেবার জন্য এঁরা বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। তাঁদের সঙ্গে ছবি তুলে এবং অভিবাদন গ্রহণ করে মোদী জানান, এই প্রশিক্ষণ ভারতের রেল পরিষেবায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

জাপান সফরের দ্বিতীয় দিনে মোদীর এই অভিজ্ঞতা নিঃসন্দেহে প্রতীকী গুরুত্ব বহন করছে। কারণ, শুধু বুলেট ট্রেন নয়, ভারত-জাপানের সম্পর্ককে আরও সুদৃঢ় করাই এই সফরের অন্যতম উদ্দেশ্য। এর আগে টোকিওতে মোদী জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোগ, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, এই ক্ষেত্রগুলিতে দুই দেশের মধ্যে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্টার্টআপ ও টেক সেক্টরে যৌথ কাজের ওপরও জোর দেন তিনি।


 

TAGS:
POST A COMMENT
Advertisement