 ওবিসি ইস্যুতে জবাব প্রধানমন্ত্রীর
ওবিসি ইস্যুতে জবাব প্রধানমন্ত্রীরমঙ্গলবার লোকসভায় ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী( PM Modi)। এদিনে বক্তব্যে তিনি দিল্লি নির্বাচন, অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধীদের একাধিক ইস্যুতে আক্রমণ শানান।
প্রধানমন্ত্রী মোদী বলেন, বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জনকল্যাণে সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করছে। তিনি দাবি করেন, তাঁর প্রশাসনের লক্ষ্য সমাজের শেষ সারির মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া।
লোকসভায় প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সর্বাধিক সুযোগ তৈরির চেষ্টা করছে, যেমন মহাত্মা গান্ধী স্বপ্ন দেখেছিলেন।' পাশাপাশি তিনি বলেন, 'বিগত ৩০ বছর ধরে ওবিসি সাংসদরা ওবিসি কমিশনকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আসছেন। আজ যাঁরা জাতপাত নিয়ে রাজনীতি করছেন, তখন তারা ওবিসি সম্প্রদায়ের কথা ভাবেননি।'
রাহুল গান্ধীর মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে মোদী বলেন, 'যারা দরিদ্রদের ঝুপড়িতে গিয়ে ছবি তোলেন শুধুমাত্র বিনোদনের জন্য, তাদের কাছে সংসদে গরিবদের প্রসঙ্গ বিরক্তিকর লাগবে।' তিনি আরও বলেন, বিরোধী দল যা বলে এবং যা করে, তার মধ্যে বিরাট পার্থক্য রয়েছে।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে, বিজেপি সরকারও জাতপাত নিয়ে রাজনীতি করে এবং প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব উন্নয়ন ঘটাতে ব্যর্থ হয়েছে।