আগামী ১৭ জানুয়ারি মালদা থেকে এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন।-ফাইল ছবিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলা থেকেই ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করতে চলেছেন। আগামী ১৭ জানুয়ারি মালদা থেকে এই অত্যাধুনিক ট্রেনের উদ্বোধন করবেন তিনি। এর পরদিন, ১৮ জানুয়ারি থেকে হাওড়া-গুয়াহাটি রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে। পূর্ব ভারতের রাতের ট্রেন যাত্রায় এই পরিষেবা এক নতুন দিগন্ত খুলতে চলেছে বলেই মনে করছে রেলমন্ত্রক।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ও অসমের মধ্যে দ্রুত, আরামদায়ক এবং আধুনিক রাতের যাত্রার বিকল্প মিলবে। এই ট্রেনটি পথে একাধিক গুরুত্বপূর্ণ জেলা অতিক্রম করবে, ফলে সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী ও পর্যটক, সবাই উপকৃত হবেন।
কী কী সুবিধা থাকছে এই ট্রেনে
বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কোচ থাকছে, যেখানে একসঙ্গে ৮২৩ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি ট্রায়াল রানে ট্রেনটি ১৮০ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত গতি তুললেও, হাওড়া-গুয়াহাটি রুটে গড়ে ১২০-১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে চলবে।
কোচ বিন্যাস অনুযায়ী,
১১টি থ্রি-টায়ার এসি, ৪টি টু-টায়ার এসি, ১টি ফার্স্ট এসি কোচ থাকবে। মোট বার্থের মধ্যে ৬১১টি ৩এসি, ১৮৮টি ২এসি এবং ২৪টি ১এসির জন্য নির্দিষ্ট।
ভাড়া কত হবে
মধ্যবিত্ত যাত্রীদের কথা মাথায় রেখেই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। থ্রি-টায়ার এসি: প্রায় ২,৩০০ টাকা, টু-টায়ার এসি: প্রায় ৩,০০০ টাকা, ফার্স্ট এসি: প্রায় ৩,৬০০ টাকা। এই ভাড়ার মধ্যেই খাবারের খরচ অন্তর্ভুক্ত থাকবে।
আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা
এই ট্রেনে থাকছে আরামদায়ক এরগনোমিক বার্থ, স্বয়ংক্রিয় দরজা, উন্নত সাসপেনশন ব্যবস্থা এবং শব্দ কমানোর প্রযুক্তি। যাত্রী নিরাপত্তার জন্য কবচ স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য টক-ব্যাক সিস্টেম থাকছে।
পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। জীবাণুনাশক প্রযুক্তির মাধ্যমে ৯৯.৯ শতাংশ জীবাণু ধ্বংস করা সম্ভব হবে, যা ইতিমধ্যেই বন্দে ভারত চেয়ার-কার ট্রেনেও ব্যবহৃত হচ্ছে।
খাবারেও আঞ্চলিক স্বাদ
বন্দে ভারত স্লিপার ট্রেনে মিলবে আঞ্চলিক রান্নার স্বাদ। গুয়াহাটি থেকে যাত্রা শুরু করা ট্রেনে পরিবেশন করা হবে অসমীয় খাবার, আর কলকাতা থেকে ছাড়া ট্রেনে থাকছে বাঙালি পদ।
ভবিষ্যৎ পরিকল্পনা
রেলমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই ১২টি বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি হবে। আগামী বছর থেকে উৎপাদনের গতি আরও বাড়বে। ধাপে ধাপে দেশজুড়ে এই স্লিপার পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের।