সবথেকে উঁচু রাম মূর্তিগোয়ায় সর্বোচ্চ রাম মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী। আজ, শুক্রবার বিকেলে দক্ষিণ গোয়ায় শ্রী প্রতিষ্ঠান গোকর্ণ জীবোত্তম মঠে এই ৭৭ ফুট মূর্তিটির উন্মোচন করলেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠান আয়োজকদের দাবি, এটিই বিশ্বের সব থেকে উঁচু রাম মূর্তি।
এদিন রাম মূর্তি উন্মোচন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, "অযোধ্যার রামমন্দিরে পবিত্র পতাকা উত্তোলনের পরের দিনই বিশ্বের সবচেয়ে উঁচু রাম মূর্তি উন্মোচন করা আমার কাছে অত্যন্ত আনন্দের।"
মূর্তি উন্মোচনের পর শ্রী প্রতিষ্ঠান গোকর্ণ জীবোত্তম মঠের ৫৫০ বছরের ঐতিহ্যকেও কুর্ণিশ জানান মোদী। তিনি জানান, এই প্রতিষ্ঠানটি বিগত কয়েক শতক ধরে একাধিক সাইক্লোন ও সময়ের ঘাত-প্রতিঘাত পেরিয়ে এসেছে।
মোদীকে আমন্ত্রণ জানাতে বিশেষ আয়োজন
এদিন প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে শ্রী প্রতিষ্ঠান গোকর্ণ জীবোত্তম মঠে বিশেষ আয়োজন করা হয়েছিল। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার অবতরণের জন্য প্রস্তুত করা হয় স্পেশাল হেলিপ্য়াডও। অতরণের পর মঠ ঘুরে দেখে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন, এই জনসভায় মঠের সাম্প্রতিক ইতিহাসে সর্বাধিক ভিড় হয়েছিল।
সর্বোচ্চ মূর্তির বিষয়ে জানুন
গোয়ার পূর্ত মন্ত্রী দিগম্বর কামাত জানিয়েছেন, ‘স্ট্যাচু অফ ইউনিটি’র শিল্পী রাম সুতারই এই মূর্তিটি নির্মাণ করেছেন। মঠ কর্তৃপক্ষের দাবি, এটিই বিশ্বের সব থেকে উঁচু রাম মূর্তি। মঠ প্রতিষ্ঠার ৫৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মঠ সংলগ্ন এলাকায়। প্রতিদিন ৭,০০০ থেকে ১০,০০০ দর্শনার্থী সেখানে আসতে পারে বলে আশা করছে মঠ কর্তৃপক্ষ।
বিশেষ বিষয় হল, দক্ষিণ গোয়ার কানাকোনা মহকুমার পার্তাগাল গ্রামে নির্মিত এই মঠ দীর্ঘদিন ধরে আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। সম্প্রতি মন্ত্রী কামাত জানিয়েছেন, মঠের সম্পূর্ণ প্রাঙ্গণ নবীকরণ করে আধুনিক রূপ দেওয়া হয়েছে, যাতে এই ঐতিহাসিক অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি পায়।