PM Modi Independence Day Speech: GST কমানো, নতুন রোজগার, দেশ সুরক্ষায় 'সুদর্শন চক্র', PM মোদীর ১০ বড় ঘোষণা

৭৯-তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৩ মিনিটের ভাষণে মেড ইন ইন্ডিয়া, কর্মসংস্থান, করমুক্তি, অপারেশন সিঁদুর সহ একগুচ্ছ বার্তা দেন। সকাল ৭.৩৩ মিনিটে তাঁর ভাষণ শুরু হয়, শেষ হয় ৯টা ১৬ মিনিটে। ২০২৪ সালে তাঁর ৯৮ মিনিটের ভাষণের রেকর্ড ভেঙে দেন। প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লা থেকে টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দেন। এদিনের ভাষণে ১০টি মূল ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী, যা 'নতুন ভারত' গড়ার দিশা দেখায়। 

Advertisement
GST কমানো, নতুন রোজগার, দেশ সুরক্ষায় 'সুদর্শন চক্র', PM মোদীর ১০ বড় ঘোষণাপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

৭৯-তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০৩ মিনিটের ভাষণে মেড ইন ইন্ডিয়া, কর্মসংস্থান, করমুক্তি, অপারেশন সিঁদুর সহ একগুচ্ছ বার্তা দেন। সকাল ৭.৩৩ মিনিটে তাঁর ভাষণ শুরু হয়, শেষ হয় ৯টা ১৬ মিনিটে। ২০২৪ সালে তাঁর ৯৮ মিনিটের ভাষণের রেকর্ড ভেঙে দেন। প্রধানমন্ত্রী মোদী লাল কেল্লা থেকে টানা ১২ বার স্বাধীনতা দিবসের ভাষণ দেন। এদিনের ভাষণে ১০টি মূল ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী, যা 'নতুন ভারত' গড়ার দিশা দেখায়। 

১. দীপাবলিতে ডাবল উপহার ঘোষণা PM মোদীর
দীপাবলিতে বড় দুটি উপহার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেন, "আমরা পরবর্তী প্রজন্মের সংস্কারের জন্য একটি টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য এখন সব ধরনের সংস্কার আনা। এই দীপাবলিতে, আমি ডাবল দীপাবলি উপহার দিচ্ছি। দেশবাসী একটি বড় উপহার পেতে চলেছে। এখন সময় জিএসটি হার পর্যালোচনা করা। নতুন প্রজন্মের জন্য জিএসটি সংস্কার আনছি। সাধারণ মানুষের করের বোঝা কমানো হবে। জিএসটি হার উল্লেখযোগ্যভাবে কমানো হবে।"

২. যুব সমাজের জন্য ১৫ হাজার টাকা ঘোষণা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি বড় ঘোষণা করেছেন। বলেছেন, এই দীপাবলিতে সরকার জিএসটি সংস্কার আনছে। এর ফলে জনগণ কর থেকে মুক্তি পাবে। এর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী আজ থেকে সারা দেশে প্রধানমন্ত্রী বিকাশিত ভারত রোজগার যোজনা বাস্তবায়নের ঘোষণা করেছেন। এই যোজনার আওতায়, যারা বেসরকারি খাতে প্রথম চাকরি পাবেন তাদের সরকার ১৫০০০ টাকা দেবে। সরকার সেই কোম্পানিগুলিকেও উৎসাহিত করবে। এই প্রকল্প দেশের ৩.৫ কোটি যুবকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।

৩. সিন্ধু চুক্তি একতরফা ছিল: প্রধানমন্ত্রী মোদী
সিন্ধু চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভারত সিদ্ধান্ত নিয়েছে যে রক্ত এবং জল একসঙ্গে প্রবাহিত হবে না। ভারতবাসী তার ভাগের জল পাবে। ভারতের কৃষকদের এর উপর অধিকার রয়েছে।'

৪. পরমাণু হুমকি সহ্য করব না: মোদী 
পাকিস্তানের পরমাণু হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, "১৫ অগাস্টের বিশেষ গুরুত্বও দেখতে পাচ্ছি। আজ লাল কেল্লার প্রাচীর থেকে অপারেশন সিঁদুরের সাহসী সেনা-জওয়ানদের অভিবাদন জানানোর সুযোগ পেয়েছি। আমাদের সাহসী সেনা-জওয়ানরা শত্রুদের কল্পনাতীত শাস্তি দিয়েছে। যেভাবে সন্ত্রাসবাদীরা সীমান্তের ওপার থেকে এসে পহেলগাঁওতে হত্যালীলা চালিয়েছে। ধর্ম জিজ্ঞাসা করে হত্যা করেছে। স্বামীকে তাঁর স্ত্রীর সামনে গুলি করে হত্যা করেছে, বাবাকে তাঁর সন্তানদের সামনে হত্যা করেছে। পুরো ভারত ক্ষোভে ভরে উঠেছে। অপারেশন সিঁদুর সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ। পাকিস্তানে ধ্বংসযজ্ঞ এতটাই বিশাল যে প্রতিদিন নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে। আমাদের দেশ বহু দশক ধরে সন্ত্রাসবাদের শিকার। আমরা আর সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের সমর্থন ও সমর্থনকারীদের আলাদা বলে মনে করব না। তারা মানবতার শত্রু। তাদের মধ্যে কোনও পার্থক্য নেই। ভারত সিদ্ধান্ত নিয়েছে আমরা আর পরমাণু হুমকি সহ্য করব না।"

Advertisement

৫. ভারত সেমিকন্ডাক্টর এবং জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে: PM মোদী
'নতুন ভারত' গড়তে প্রধানমন্ত্রী মোদী বলেন, ৫০-৬০ বছর আগে সেমিকন্ডাক্টর উৎপাদন কারখানা তৈরির পরিকল্পনা করেছিল। কিন্তু ফাইলগুলি আটকে ছিল। ৫০ বছর আগে সেমিকন্ডাক্টর ফাইলটি চাপা পড়ে গিয়েছিল। কিন্তু এখন মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর বাজারে আসবে। ছয়টি ইউনিট তৈরি করা হয়েছে। আরও চারটি সেমিকন্ডাক্টর পরিকল্পনার সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। তবে এই বছরের শেষে ভারতে তৈরি ভারতের জনগণের দ্বারা তৈরি সেমিকন্ডাক্টর চিপ বাজারে আসবে। জ্বালানি ক্ষেত্রে আমরা অনেক দেশের উপর নির্ভরশীল। পেট্রোল, ডিজেল এবং গ্যাসের জন্য আমাদের লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করতে হয়। এই সংকট থেকে দেশকে স্বাবলম্বী করতে হবে। আজ, ১১ বছরে, সৌরশক্তি ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে।

৬. '১০টি নতুন পরমাণু চুল্লি তৈরির হবে', ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর
জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ পরমাণু শক্তির ক্ষেত্রে অগ্রগতি করছে। ১০টি নতুন পরমাণু চুল্লি নির্মাণের কাজ চলছে। আমারা পরমাণু শক্তির ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করব। এই খাতে বেসরকারি খাতের জন্য পথ খুলে গেছে।

৭. 'মেড ইন ইন্ডিয়া' যুদ্ধবিমানের ইঞ্জিন: প্রধানমন্ত্রী মোদী
'মেড ইন ইন্ডিয়া' প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির কারণে কিছু দেশ শীর্ষে পৌঁছেছে। আমরা সমুদ্র মন্থনের দিকে এগিয়ে যাচ্ছি। ন্যাশনাল ডিপ ওয়াটাক মিশন শীঘ্রই শুরু হবে। সমুদ্রের গভীরে গ্যাস ও তেলের ভাণ্ডার লুকিয়ে আছে। আমরা অপারেশন গগনযানের জন্য প্রস্তুতি নিচ্ছি। মহাকাশ খাতে কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা মহাকাশে আমাদের নিজস্ব স্পেস সেন্টার তৈরি করব। দেশের যুবসমাজ, ইঞ্জিনীয়র এবং পেশাদারদের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের ফাইটার প্লেনের জন্য ইঞ্জিন ভারতে তৈরি হওয়া উচিত।

৮. হাই-পাওয়ার ডেমোক্রেটিক মিশন: ঘোষণা PM মোদীর
নরেন্দ্র মোদী বলেন, 'হাই-পাওয়ার ডেমোক্রেটিক মিশন ইতিমধ্যেই অনুমোদন পেয়ে গিয়েছে। জাতীয় সুরক্ষায় প্রভাব ফেলা অনুপ্রবেশ রুখতেই এই কড়া অবস্থান।' শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর বক্তব্য, 'অনুপ্রবেশকারীরা আমাদের কর্মসংস্থানে প্রভাব ফেলছে। টার্গেট করা হচ্ছে মহিলাদের। সামাজিক কাঠামোকে নষ্ট করার চেষ্টা চলছে। অনিয়ন্ত্রিত জনসংখ্যাগত পরিবর্তন ভারতের স্থিতিশীলতার জন্য বড়সড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে।'

৯. 'সুদর্শন চক্র' প্রকল্প
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভবিষ্যতের প্রযুক্তি-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ২০৩৫ সালের মধ্যে 'সুদর্শন চক্র' নামে একটি জাতীয় সুরক্ষা ঢাল প্রস্তুত করা হবে। প্রধানমন্ত্রী মোদী বলেন যে এটি ভগবান কৃষ্ণের সুদর্শন চক্র দ্বারা অনুপ্রাণিত। প্রধানমন্ত্রী আরও স্পষ্ট করেছেন যে এই উন্নয়নের সঙ্গে সম্পর্কিত সমস্ত গবেষণা, উন্নয়ন এবং উৎপাদন ভারতেই করা হবে এবং এটি দেশের যুবকদের হাতেই প্রস্তুত করা হবে।

১০. মেড ইন ইন্ডিয়া চিপ: মোদী
৭৯তম স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও ভারতকে আত্মনির্ভরশীল করার কথা বলেছেন। বলেন, 'আমি দেশবাসীকে, বিশেষ করে আমার যুবসমাজকে এবং বিশ্বজুড়ে ভারতের প্রযুক্তির শক্তি বোঝেন এমন মানুষদেরও বলতে চাই যে এই বছরের শেষ নাগাদ, মেড ইন ইন্ডিয়া চিপ বাজারে আসবে।'

Advertisement

POST A COMMENT
Advertisement