Free E-VISA: রাশিয়ানদের ফ্রি ভিসা, পুতিনের সফরে বড় উপহার প্রধানমন্ত্রী মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সেরেই ঘোষণা করেন একটি বিশেষ ই-ভিসার। রাশিয়ান পর্যটকদের জন্য এই ৩০ দিনের ই-ভিসা সিস্টেম চালু করবে ভারত। কীভাবে মেলে এই ই-ভিসা? জেনে নিন বিস্তারিত...

Advertisement
রাশিয়ানদের ফ্রি ভিসা, পুতিনের সফরে বড় উপহার প্রধানমন্ত্রী মোদীরপ্রতীকী ছবি
হাইলাইটস
  • রাশিয়ান পর্যটকদের জন্য ই-ভিসার ঘোষণা মোদীর
  • ৩০ দিনের জন্য ই-ভিসা পাবেন রুশ পর্যটকরা
  • কীভাবে মেলে এই ই-ভিসা?

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর ঘিরে উত্তেজনা তুঙ্গে। শুক্রবার তাঁর সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রথমে নয়াদিল্লির হায়দরাবাদ দিল্লি হাউসে দ্বিপাক্ষিক বৈঠক সারেন পুতিন। এরপর যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদীর সঙ্গে। সাংবাদিকদের সামনে পর্যটন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন ভারতের প্রধানমন্ত্রী। 

নরেন্দ্র মোদী ঘোষণা করেন, ভারত শীঘ্রই রাশিয়ান নাগরিকদের জন্য ৩০ দিনের বিনামূল্যেই ই-ট্যুরিস্ট ভিসা এবং ৩০ দিনের গ্রুপ ট্যুরিস্ট ভিসা প্রদান করবে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়ে চরম সন্তোষ প্রকাশ করে বলেন, 'দুই দেশের মানুষের মধ্যে যাতায়াত যাতে আরও বাড়ে, তার জন্য এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি আরও বলেন, 'দুই দেশের মধ্যে পর্যটন নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই সিদ্ধান্ত ভারত-রাশিয়ার শক্তিশালী সম্পর্ককে আরও অটুট করবে। বিশেষ করে পর্যটন এবং বাণিজ্যের ক্ষেত্রে এই সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ।'

ই-ট্যুরিস্ট ভিসা কী?
ই-ট্যুরিস্ট ভিসা হল এক ধরনের ইলেকট্রনিক (অনলাইন) ভিসা। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হয়। অর্থাৎ আপনাকে ভিসা অফিসে যেতে হবে না। পর্যটকরা বিনোদন, ভ্রমণ বা আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য এই ভিসার আবেদন করতে পারেন।

আবেদন অনুমোদন পেলে ইমেলের মাধ্যমে একটি ইলেকট্রনিক ট্র্যাভেল অথরাইজেশন (ETA) পাবেন। এই অনুমোদনটি পাসপোর্টের সঙ্গে ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থাৎ অনলাইনের মাধ্যমে লিঙ্ক করা থাকবে। যাতে বিদেশি পর্যটকদের ভারতে প্রবেশের অনুমতি মিলবে। এই প্রক্রিয়াটি চিরাচরিত ভিসা সিস্টেমের তুলনায় অনেক সহজ এবং দ্রুত। এই পদ্ধতি শুরু হলে ভারতে রাশিয়ান পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে। 

গ্রুপ ট্যুরিস্ট ভিসা কী?
গ্রুপ ট্যুরিস্ট ভিসা হল এমন একটি ব্যবস্থা যেখানে ৪ বা ততোধিক সদস্যের একটি দল একসঙ্গে একটি নির্দিষ্ট দেশে ভ্রমণের জন্য পর্যটন ভিসা পায়। এটি একটি পূর্ব-নির্ধারিত ভ্রমণসূচী অনুসরণ করে, যা প্রক্রিয়াটিকে সহজ করে তোলে। যেমন ভারতে আগমনকারী বিদেশি পর্যটকরা ৮ জন পর্যন্ত সদস্য একটি গ্রুপে আবেদন করতে পারেন। এর মূল উদ্দেশ্য বিনোদন, দর্শনীয় স্থান পরিদর্শন, বা আত্মীয়-স্বজনের সাথে দেখা করা। এই ভিসার মাধ্যমে কোনও ধরনের কাজ বা ব্যবসা করা যায় না। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement