PM Modi Cabinet Ministers List: মোদীর মন্ত্রিসভায় চমক, কারা কারা প্রথম মন্ত্রী হলেন? রইল তালিকা

PM Modi Cabinet Ministers: রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। মোদীকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন, তা নিয়ে জোরদার আলোচনা চলেছিল। এবার মন্ত্রিসভায় জায়গা হল বেশ কয়েক জন নতুন মুখের।

Advertisement
মোদীর মন্ত্রিসভায় চমক, কারা কারা প্রথম মন্ত্রী হলেন? রইল তালিকারাষ্ট্রপতি ভবনে শপথ নিলেন মন্ত্রীরা।
হাইলাইটস
  • তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী।
  • মোদীকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
  • এবার মন্ত্রিসভায় জায়গা হল বেশ কয়েক জন নতুন মুখের।

রবিবাসরীয় সন্ধ্যায় তৃতীয় বারের জন্য দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নরেন্দ্র মোদী। মোদীকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় কারা ঠাঁই পাবেন, তা নিয়ে জোরদার আলোচনা চলেছিল। এবার মন্ত্রিসভায় জায়গা হল বেশ কয়েক জন নতুন মুখের। যাঁদের মধ্যে অন্যতম বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। 

জেনে নিন, কারা নতুন মন্ত্রী হলেন...

*জেপি নাড্ডা
*শিবরাজ সিং চৌহান
*জিতন রাম মানঝি (এইচএএম)
*লালন সিং (জেডিইউ)
* কে রামমোহন নায়ডু (টিডিপি)
* চিরাগ পাসওয়ান (এলজেপি)
*সিআর পাটিল

এছাড়াও এদিন মন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজনাথ সিং, অমিত শাহ, নির্মলা সীতারামন, নিতিন গড়করি, এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, গিরিরাজ সিং, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গজেন্দ্র সিং শেখাওয়াত, জুয়েল ওঁরাও, অন্নপূর্ণা দেবী-সহ আরও অনেকে। 

প্রসঙ্গত, এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তাই শরিকদলদের উপর ভরসা করেই সরকার গড়তে হল মোদীকে। নীতীশ কুমারের জেডিইউ এবং চন্দ্রবাবু নাইডুর টিডিপির উপর অনেকটাই নির্ভরশীল মোদী-শাহরা।

গত শুক্রবার এনডিএ-র বৈঠকে শরিক দলের নেতাদের ধন্যবাদ জানান মোদী। বলেন, 'আমার অনেক সৌভাগ্য যে, এনডিএর নেতা নির্বাচিত করে আপনারা আমায় নতুন দায়িত্ব দিলেন। আপনাদের সঙ্গে বিশ্বাসের সেতু আরও মজবুত হল, সম্পর্ক অটুট রয়েছে, এটাই বড় পুঁজি।' এনডিএ প্রসঙ্গে মোদী আরও বলেন, 'সবচেয়ে সফল জোট এনডিএ। ভোটের আগে জোট এত বড় সফল কখনও হয়নি, যতটা এনডিএ-তে হয়েছে।আমাদের এই জোট দেশের আত্মার প্রতীক সবার মত নেওয়া প্রয়োজন। আমাদের জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, দেশকে এগিয়ে নিয়ে যাব। সর্বসম্মতিক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাবে এনডিএ সরকার।' সুশাসন, উন্নয়নে জোর দেওয়ার কথা বলেন মোদী। তাঁর কথায়, 'আমাদের সকলের কাজের মূল ধারা হল গরিবের কল্যাণ। আগামী ১০ বছরে সুশাসন, উন্নয়ন, মহিলাদের উন্নয়ন আমাদের প্রধান লক্ষ্য। সুশাসনের মূলমন্ত্র হল এনডিএ সরকার।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement