PM Narendra Modi Comment on Rahul Gandhi: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময় রাহুল গান্ধীকে কড়া নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নাম না করে রাহুলকে 'ফেল্ড প্রোজেক্ট' বলে কটাক্ষ করেন। কংগ্রেসকে নিশানা করে বলেন, গতকাল সংসদে হৃদয় থেকে কথা বলার বলতে বলা হয়েছিল। তাদের মাথার অবস্থা দেশ বহুদিন দেখেছে। এবার তাদের হৃদয়ের কথাও জানা গেছে দেশ। তাঁর বক্তব্য, এখন ভালোবাসা এতটাই প্রবল যে, স্বপ্নেও ২৪ ঘণ্টাই মোদীকে দেখতে পান। তিনি আরও বলেন, 'আমি ভাষণ দেওয়ার সময় জল খেলেও বলে দেখুন মোদীকে জল খাওয়ানো হল।'
এদিন রাহুল গান্ধীর নাম না করে প্রধানমন্ত্রী বলেন, "আমি কংগ্রেসের সমস্যা বুঝি। বহু বছর ধরে, একই ব্যর্থ প্রোডাক্টকে বারবার লঞ্চ করছি, কিন্তু লঞ্চ ব্যর্থই হচ্ছে। এর ফলশ্রুতিতে ভোটারদের প্রতি তাদের বিদ্বেষও সপ্তম আকাশে পৌঁছেছে। তার লঞ্চ ব্যর্থ হয়, কারণ, তিনি জনসাধারণকে ঘৃণা করেন। কিন্তু জনসংযোগকারীরা প্রেমের দোকান প্রচার করে। দেশের মানুষও বলছে এটা লুটের দোকান, মিথ্যার বাজার।"
তাঁর আরও দাবি, ক্ষমতা ছাড়া এমন পরিস্থিতি হয়। কী ভাষায় কথা বলা হচ্ছে। কেন জানি না কিছু লোককে ভারত মাতার মৃত্যু কামনা করতে দেখা যায়। প্রসঙ্গত, বুধবার রাহুলের মুখে 'ভারতমাতার হত্যা' শব্দটি শোনা যায়। এ প্রসঙ্গ তুলে মোদী এদিন বলেন, 'এরাই সেই মানুষ যারা কখনও সংবিধান হত্যার কথা বলে, কখনও গণতন্ত্রের। এ দেশ কী ভুলে গেছে যে দেশভাগের ভয়াবহতা সেই যন্ত্রণাগুলো আমাদের সামনে নিয়ে আসে। এরা সেই লোক যারা ভারত মাতাকে তিন টুকরো করেছিল, যখন ভারত মাতাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করতে হয়েছিল, তখন এরা ভারত মাতার হাত কেটে ফেলেছিল। কোন মুখে এই মানুষগুলি এমন কথা বলার সাহস পায়?'
শুধু তাই নয়, এদিন প্রধানমন্ত্রী এও বলেন, 'গতকাল মানুষ বলেছে হনুমান লঙ্কা পোড়ায়নি, পুড়িয়েছে তাঁর অহংকার। সম্ভবত সেই কারণেই কংগ্রেস ৪০০ থেকে ৪০-এ নেমে এসেছে।'