Republic Day 2024: সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বাইডেনকে আমন্ত্রণ মোদীর, তালিকায় আরও ২ রাষ্ট্রনেতা

ভারতের সাধারণতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এরিক গারসেটি ইন্ডিয়া টুডেকে একথা জানান। তিনিই নিশ্চিত করেন, জি২০ সম্মেলনে ২৬ জানুয়ারিতে বাইডেনকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হয়।

Advertisement
সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে বাইডেনকে আমন্ত্রণ মোদীর, তালিকায় আরও ২ রাষ্ট্রনেতা জো বাইডেন- নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • প্রজাতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • জি২০ সম্মেলনে ২৬ জানুয়ারিতে বাইডেনকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হয়

Republic Day 2024: ভারতের সাধারণতন্ত্র দিবসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতে মার্কিন রাষ্ট্রদূত, এরিক গারসেটি ইন্ডিয়া টুডেকে একথা জানান। তিনিই নিশ্চিত করেন, জি২০ সম্মেলনে ২৬ জানুয়ারিতে বাইডেনকে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হয়। যদিও এবিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ভারত সরকার।

বলেন, "মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে জি২০ সম্মেলনে পার্শ্ববৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদী প্রজাতন্ত্র দিবসের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী কোয়াডের কথা উল্লেখ করেননি।" 

মার্কিন রাষ্ট্রদূত আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, আগামী বছরগুলিতে আরও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলবে তারা। সাধারণতন্ত্র দিবসে কোয়াড নেতারা আসছেন কিনা সে সম্পর্কে ইন্ডিয়া টুডে-এর প্রশ্নের জবাবে গারসেটি এ কথা প্রকাশ করেছেন।

কোয়াড নেতাদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। চূড়ান্ত সিদ্ধান্ত হবে এই রাষ্ট্রনেতাদের সেসময় কোনও কর্মসূচি থাকছে কিনা তার ওপর। 

প্রধান অতিথি হিসাবে সাধারণতন্ত্র দিবস উদযাপনের অংশ হওয়ার আমন্ত্রণটি ভারতের কৌশলগত কূটনৈতিক সম্পর্ক এবং পার্টনারশিপের প্রতিনিধিত্ব করে যথেষ্ট প্রতীকী মূল্য রাখে। ভারত ২০২৪ সালে আসন্ন কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করতে চলেছে। 

জল্পনা চলছে, বাইডেন প্রধান অতিথি হতে রাজি হলে, কোয়াড সামিট একদিন আগে ২৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। যেহেতু অস্ট্রেলিয়া ২৬ জানুয়ারিতে জাতীয় দিবস উদযাপন করে, তাই সেখানকার প্রধানমন্ত্রী আলবানিজ কোয়াড লিডারদের অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।

POST A COMMENT
Advertisement