১৭ তম লোকসভায় বিদায়ী ভাষণে তাঁর সরকারের মূল মন্ত্রের কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বিকেলে লোকসভায় শেষ ভাষণে মোদী বললেন, 'আমরা রিফর্ম, ট্রান্সফর্ম, পারফর্মে মন দিয়েছি।' সেই সঙ্গে ৩৭০ ধারা, নারীশক্তি, মহিলা সংরক্ষণ বিলের মতো তাঁর সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপের কথা দেশবাসীকে স্মরণ করালেন। লোকসভা নির্বাচনের আগে যা আলাদা তাৎপর্য পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন, '৫ বছর দেশে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম হয়েছে। এটা খুবই বিরল ব্যাপার যে, একই সঙ্গে আমরা পারফর্ম করেছি এবং সংস্কারও করেছি। সেই সঙ্গে আমরা চোখের সামনে রূপান্তর দেখতে পাচ্ছি।'
জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ প্রসঙ্গে মোদী বলেছেন, 'এই লোকসভায় বহু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩৭০ ধারা অবলুপ্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষ ন্যায়বিচার পেয়েছেন।' সন্ত্রাসবাদ প্রসঙ্গে মোদী বলেছেন, 'সন্ত্রাসবাদ মোকাবিলায় আমরা কড়া আইন প্রণয়ন করেছি।' এই সময়কাল দেশের জন্য গেমচেঞ্জার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বলেছেন, 'আগামী ২৫ বছর আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'করোনাকালে সাংসদরা ভাতা নেননি, এই নিয়ে প্রশংসাও করেছেন মোদী। তিন তালাকের প্রসঙ্গও উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী।
বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেছেন, 'ভোট আর বেশি দেরি নয়। এখন থেকেই কেউ কেউ ভীত।' এর আগে, গত বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির জবাবি ভাষণে রাহুল গান্ধীকে কটাক্ষের সুরে মোদী বলেছিলেন, 'যুবরাজকে স্টার্টআপ হিসাবে তুলে ধরা হয়েছিল। কিন্তু নন-স্টার্টার হয়ে গেলেন।' তার আগে, সোমবার লোকসভার ভাষণেও রাহুলকে নিশানা করেছিলেন মোদী। বলেছিলেন, 'একই প্রোডাক্ট বার বার লঞ্চ করার চক্করে কংগ্রেসের দোকান বন্ধ হওয়ার পথে।'
অন্য দিকে, কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ টানেন প্রধানমন্ত্রী। মমতার সুরেই এ বার প্রধানমন্ত্রীও বললেন, 'লোকসভা নির্বাচনে ৪০টি আসনও পার করতে পারবে না কংগ্রেস।'প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, 'কংগ্রেস ৪০টি আসন পাবেন কিনা সন্দেহ।' এ বার মোদীর গলাতেও একই কথা শোনা গেল। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে বুধবার প্রধানমন্ত্রী বলেছেন, 'পশ্চিমবঙ্গে আপনাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। কংগ্রেস ৪০টি আসনও পার করতে পারবে না। এটাই প্রার্থনা করি যে, কংগ্রেস যেন ৪০টা আসন অন্তত পায়।'