PM Modi Message: 'একজোট হতে হবে,' ভারত-পাক ইস্যুতে বিরোধীদের আর্জি মোদীর

অপারেশন সিঁদুর করেছে ভারত। দুরমুশ হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাল্টা প্রত্যাঘাত করতে পারে পাকিস্তান। তবে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি ভারত। দুই দেশের উত্তেজনার এমন আবহে একজোট হতে বিরোধী দলগুলির কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া টুডে সূত্রে খবর, অপারেশন সিঁদুর নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর এহেন বার্তা তুলে ধরা হয়। 

Advertisement
'একজোট হতে হবে,' ভারত-পাক ইস্যুতে বিরোধীদের আর্জি মোদীরবিরোধীদের বার্তা মোদীর।
হাইলাইটস
  • অপারেশন সিঁদুর করেছে ভারত।
  • দুরমুশ হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি।
  • একজোট হতে বিরোধী দলগুলির কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অপারেশন সিঁদুর করেছে ভারত। দুরমুশ হয়েছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি। পাল্টা প্রত্যাঘাত করতে পারে পাকিস্তান। তবে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি ভারত। দুই দেশের উত্তেজনার এমন আবহে একজোট হতে বিরোধী দলগুলির কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্ডিয়া টুডে সূত্রে খবর, অপারেশন সিঁদুর নিয়ে বৃহস্পতিবার সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর এহেন বার্তা তুলে ধরা হয়। 

বুধবার মধ্যরাতে পাকিস্তানে অপারেশন সিঁদুরের পর আজ সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ  সিংয়ের নেতৃত্বে এদিন সর্বদল বৈঠকে যোগ দেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৈঠকে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, জেপি নড্ডা। তৃণমূলের তরফে বৈঠকে যোগ দেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 

গত ২২ জুলাই কাশ্মীরের পহেলগাঁওে বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হিন্দুদের হত্যা করা হয়। হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরির মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পরই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক স্তরে একাধিক পদক্ষেপ করে ভারত। যার মধ্যে অন্যতম সিন্ধু জল চুক্তি বাতিলের মতো সিদ্ধান্ত। পাকিস্তানের বিরুদ্ধে বদলা নেওয়ার দাবি উঠে দেশজুড়ে। এই আবহে বুধবার মধ্যরাতে পাকিস্তানের ৯ জায়গায় স্ট্রাইক করে ভারতীয় সেনাবাহিনী। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। যে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। 

অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী নেতারা। রাহুল গান্ধী এক্স হ্যান্ডলে লিখেছেন, 'সেনাবাহিনীর জন্য আমরা গর্বিত। জয় হিন্দ।'  বাংলার মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, 'জয় হিন্দ। জয় ইন্ডিয়া।' সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব লিখেছে, 'সাহসিকতার সঙ্গে বিজয়।'বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী লিখেছেন, 'পাকিস্তানে ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর অভিযান গৌরবময় এবং প্রশংসনীয়।' ডিএমকে নেতা এম কে স্ট্যালিন বলেছেন যে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সেনার পাশে রয়েছে তামিলনাড়ু।
 

Advertisement

POST A COMMENT
Advertisement