ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসা সংঘটিত হয়েছে। পশ্চিমবঙ্গের জায়গায় জায়গায় মিছিল করা হয়েছে। এই আবহে ওয়াকফ আইন প্রণয়নের কারণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানার হিসারে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনে মোদী বলেন, সাধারণ মানুষের স্বার্থেই ওয়াকফ আইন আনা হয়েছে।
মোদী বলেন, ওয়াকফের নামে লাখ লাখ হেক্টর জমি পড়ে রয়েছে। অথচ সেগুলো জমি মাফিয়ারা ব্যবহার করছে। তাঁর কথায়, 'ওয়াকফের নামে লাখ লাখ জমি রয়েছে। এর সুবিধা পাওয়া দরকার সাধারণ মানুষের। যাঁদের প্রয়োজন রয়েছে তাঁদের। কিন্তু যারা জমি মাফিয়া তারা সাধারণ মানুষকে বঞ্চিত করে এই জমির সুবিধা ভোগ করছে।'
কংগ্রেসকেও আক্রমণ করেন মোদী। তাঁর অভিযোগ, কংগ্রেস দল আম্বেদকরের সংবিধানের অপব্যবহার করেছে। ক্ষমতায় থাকার সময় তারা এমন এমন পদক্ষেপ করেছে যা কাম্য ছিল না।
তাঁর কথায়, 'সংবিধানকে কংগ্রেসকে ব্যবহার করেছে নিজেদের ক্ষমতার জন্য। ক্ষমতাকে কীভাবে কুক্ষিগত রাখা যায়, সেই চেষ্টা করে এসেছে সেই দল। তাতে সংবিধানের নির্যাসের ক্ষতি হয়েছে।'
তিনি আরও বলেন, 'কংগ্রেস চেষ্টা করে এসেছে সংবিধানকে ধ্বংস করার। আম্বেদকর চেয়েছিলেন সাম্য আনতে। তবে দেশে ভোটব্যাঙ্কের রাজনীতি ছড়িয়ে দিয়েছে কংগ্রেস। বাবা সাহেবের স্বপ্ন ছিল এই দেশের সব মানুষ যেন সমান অধিকার পায়। সমান সুযোগ-সুবিধা নিয়ে বাঁচতে পারে। মাথা উঁচু করে থাকতে পারে।'
তপশিলি জাতি, উপজাতিদের কংগ্রেস এই দেশের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চেয়েছে বলেও অভিযোগ করেন মোদী। দাবি করেন, 'কংগ্রেস এসসি, এসটি, ওবিসি-দের সব সময় দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রাখতে চেয়েছে। কংগ্রেসের সব নেতার বাড়িতে সুইমিং পুল রয়েছে। অথচ এখনও সবার বাড়িতে পানীয় জল পৌঁছয়নি। আমরা তা নিয়ে আওয়াজ তুলেছি।'