PM Modi on Budget: মোদীর মুখে লক্ষ্মী-মন্ত্র, বাজেটের আগে ধনদেবীকে স্মরণ প্রধানমন্ত্রীর, কী বললেন?

রাত পোহালেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের সূচনা লগ্নে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ চাইলেন মোদী। পাশাপাশি, স্বাধীনতার ১০০ বছরে বিকশিত ভারতের সংকল্প পূরণ যে করবে দেশ, সে কথাও বললেন প্রধানমন্ত্রী। 

Advertisement
মোদীর মুখে লক্ষ্মী-মন্ত্র, বাজেটের আগে ধনদেবীকে স্মরণ প্রধানমন্ত্রীর, কী বললেন?প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • রাত পোহালেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট।
  • শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের সূচনা লগ্নে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ চাইলেন মোদী।

রাত পোহালেই তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। তার আগে শুক্রবার সংসদে বাজেট অধিবেশনের সূচনা লগ্নে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের গরিব ও মধ্যবিত্তদের জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ চাইলেন মোদী। পাশাপাশি, স্বাধীনতার ১০০ বছরে বিকশিত ভারতের সংকল্প পূরণ যে করবে দেশ, সে কথাও বললেন প্রধানমন্ত্রী। 

ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?

বাজেট অধিবেশনের সূচনায় সংসদের বাইরে বক্তব্য পেশের আগে মা লক্ষ্মীর মন্ত্র উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। মোদী বলেছেন, 'বাজেট অধিবেশনের সূচনায় সমৃদ্ধির দেবী মা লক্ষ্মীকে প্রণাম করছি...।' তারপরেই বলেছেন, 'মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করছি, যাতে দেশের গরিব ও মধ্যবিত্তদের উপর মায়ের বিশেষ কৃপা থাকে।'

এরপরেই মোদীর বক্তব্যে উঠে এসেছে বিকশিত ভারতের কথা। বলেছেন, 'এটা খুবই গর্বের বিষয় যে, গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত ৭৫ বছর পূর্ণ করেছে...আমার তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি। আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ২০৪৭ সালে ভারত যখন স্বাধীনতার ১০০ বছর পূর্ণ করবে, তখন বিকশিত ভারতের স্বপ্নপূরণ হবে। এই বাজেট নতুন প্রেরণা ও আশা জাগাবে দেশকে।'

প্রসঙ্গত, তৃতীয় বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে শনিবার। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘিরে আম আদমির নানা প্রত্যাশা রয়েছে। আয়কর কাঠামো কেমন হবে, তা নিয়েও কৌতূহল রয়েছে সকলের। বাজেটের আগে প্রধানমন্ত্রীর বক্তব্য ও যেভাবে মা লক্ষ্মীর শরণাপন্ন হলেন, তা উল্লেখযোগ্য। 


 

POST A COMMENT
Advertisement