scorecardresearch
 

PM Modi: 'এক চেহেরে পর...' বেঙ্গালুরুতে বিরোধী-বৈঠককে তীব্র কটাক্ষ মোদীর

PM Narendra Modi Slams Opposition: প্রধানমন্ত্রী বলেন, 'এঁরা এখন বেঙ্গালুরুতে জড়ো হয়েছেন। সমস্ত দুর্নীতিগ্রস্ত এক মঞ্চে।' এরপর বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, একসময়ে একটি গান খুব জনপ্রিয় ছিল, এক চেহেরে পর কহি চেহেরে লগা লেতে হ্যায় লোগ। আপনারা দেখুন এঁদের কতরকম মুখোশ। যখন এঁরা ক্যামেরার সামনে আসেন, তখন দেশের মানুষের কোটি কোটি টাকার দুর্নীতির কথা মনে পড়ে। দেশের মানুষ সেই কারণেই বলছে যে, এটা কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে।' 

Advertisement
Modi slams opposition Modi slams opposition
হাইলাইটস
  • বেঙ্গালুরুতে দেশের সব দুর্নীতিগ্রস্তরা জড়ো হয়েছেন। কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে। ব্যাঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠককে এমন কড়া ভাষাতে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মঙ্গলবার পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি।
  • উদ্বোধনের পর বক্তব্য পেশের সময়ে বিরোধী ঐক্যমঞ্চকে চাঁচাছোলা আক্রমণ হানেন নমো।

বেঙ্গালুরুতে দেশের সব দুর্নীতিগ্রস্তরা জড়ো হয়েছেন। কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে।  বেঙ্গালুরুর বিরোধী জোটের বৈঠককে এমন কড়া ভাষাতে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার পোর্ট ব্লেয়ারের বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন ইন্টিগ্রেটেড টার্মিনাল ভবনের উদ্বোধন করেন তিনি। ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দেন। উদ্বোধনের পর বক্তব্য পেশের সময়ে বিরোধী ঐক্যমঞ্চকে চাঁচাছোলা আক্রমণ হানেন নমো।

'এক চেহেরে পর কহি চেহেরে লগা লেতে হ্যায় লোগ'
প্রধানমন্ত্রী বলেন, 'এঁরা এখন  বেঙ্গালুরুতে জড়ো হয়েছেন। সমস্ত দুর্নীতিগ্রস্ত এক মঞ্চে।' এরপর বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, একসময়ে একটি গান খুব জনপ্রিয় ছিল, এক চেহেরে পর কহি চেহেরে লগা লেতে হ্যায় লোগ। আপনারা দেখুন এঁদের কতরকম মুখোশ। যখন এঁরা ক্যামেরার সামনে আসেন, তখন দেশের মানুষের কোটি কোটি টাকার দুর্নীতির কথা মনে পড়ে। দেশের মানুষ সেই কারণেই বলছে যে, এটা কট্টর দুর্নীতির সম্মেলন হচ্ছে।' 

এরপর তিনি বলেন, 'যদি কেউ আদালতে বড় সাজা পান, তাঁকে এঁরা এই বৈঠকে আরও বেশি করে ডাক পান। শুধু তাই নয়, এঁদের থেকেই বেশি পরামর্শ নেওয়া হয়। এই কারণে ২০ লক্ষ কোটি টাকার দুর্নীতিতে জড়িতরা একসঙ্গে যুক্ত হচ্ছেন।'

আরও পড়ুন

বিরোধীরা গণতন্ত্রের চেয়ে পরিবারতন্ত্রেই বেশি বিশ্বাসী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'এঁদের প্রত্যেকে পরিবারবাদের সমর্থক। পরিবার যা বলবে তাই হবে। পরিবারের সিদ্ধান্ত ও স্বার্থেই এঁরা সমস্ত কাজ করেন। এঁরা দেশের গণতন্ত্র ও সংবিধানের গুরুত্ব নেই।' আরও এক ধাপ এগিয়ে তিনি বলেন, 'এঁদের জন্য দেশের দরিদ্র শিশুদের গুরুত্ব নেই। বরং নিজের ছেলে, ভাই, ভাইপোর কদর বেশি।'

প্রধানমন্ত্রী দাবি করেন, এই পরিবারতন্ত্রের মানসিকতার জন্যই এতদিন দেশের উন্নয়ন ব্যাহত হয়েছে। সুযোগ পাননি যুবসমাজ। তিনি বলেন, 'আজকাল দেশে স্টার্টআপ বাড়ছে। যুব সমাজ এগিয়ে আসছে। এই যুবশক্তি আগেও ছিল দেশে। কিন্তু আগে এই পরিবারবাদীরা কখনই তাঁদের সুযোগ করে দেননি। এঁরা শুধু নিজের পরিবারের কথাই ভেবেছেন। এঁদের সবারই লক্ষ্য দেশের উন্নয়ন আটকানো এবং দুর্নাীতি করা।' এরপর আমজনতার উদ্দেশে তিনি বলেন, 'এঁদের ভাল করে চিনে নিন। এঁদের থেকে সতর্ক থাকুন। এঁদের ষড়যন্ত্রের মধ্যেই আমাদের দেশের উন্নয়নের গাড়ি এগিয়ে নিয়ে যেতে হবে।'

Advertisement

২০২৪ সালের লোকসভা ভোট নজরে রেখে জোট গঠন করছে বিরোধী দলগুলি। সনিয়া গান্ধীর আমন্ত্রণে বেঙ্গালুরুতে ডিনারে মিলিত হয়েছেন ২৬টি বিরোধী দলের সুপ্রিমোরা। নীতীশ কুমার, মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন নৈশভোজে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সাংসদ ডেরেক ও ব্রায়েন। 

সনিয়া গান্ধীর আমন্ত্রণে এসেছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও। বেঙ্গালুরুতে নৈশভোজে যোগ দেন কংগ্রেস রাহুল গান্ধী।   

Advertisement