scorecardresearch
 

PM Modi Parliament: বেঙ্গালুরুতে UPA-র শেষকৃত্য, এটা ২৬ দলের অহংকারী জোট: মোদী

প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, 'কিছুদিন আগে আপনারা ব্যাঙ্গালুরুতে UPA-র শেষকৃত্য করেছিলেন। সেই সময়েই আমার সমাবেদনা ব্যক্ত করা উচিৎ ছিল। কিন্তু দেরি হয়ে গেল। তবে এতে আমার কোনও দোষ নেই। কারণ আপনারা UPA-র শেষকৃত্যেও তো আনন্দ উদযাপন করছিলেন। ভাঙা বাড়িতে প্লাস্টার করে আনন্দ করছিলেন। বন্ধ মেশিনে নতুন রঙ করছিলেন। ভাঙা গাড়িকে ইলেকট্রিক বানানোর চেষ্টা করছিলেন।' 

Advertisement
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
হাইলাইটস
  • অহঙ্কারীদের জোট। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে উঠে বিরোধী জোটকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • বিরোধীদের অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে এদিন জবাব দিতে ওঠেন। আর সেখানেই বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন তিনি।
  • প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, 'কিছুদিন আগে আপনারা ব্যাঙ্গালুরুতে UPA-র শেষকৃত্য করেছিলেন। সেই সময়েই আমার সমাবেদনা ব্যক্ত করা উচিৎ ছিল। কিন্তু দেরি হয়ে গেল। তবে এতে আমার কোনও দোষ নেই। কারণ আপনারা UPA-র শেষকৃত্যেও তো আনন্দ উদযাপন করছিলেন।'

অহঙ্কারীদের জোট। বৃহস্পতিবার সংসদে বক্তব্য রাখতে উঠে বিরোধী জোটকে এভাবেই বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে এদিন জবাব দিতে ওঠেন। আর সেখানেই বিরোধী জোটের তীব্র সমালোচনা করেন তিনি।

প্রধানমন্ত্রী কটাক্ষ করে বলেন, 'কিছুদিন আগে আপনারা ব্যাঙ্গালুরুতে UPA-র শেষকৃত্য করেছিলেন। সেই সময়েই আমার সমাবেদনা ব্যক্ত করা উচিৎ ছিল। কিন্তু দেরি হয়ে গেল। তবে এতে আমার কোনও দোষ নেই। কারণ আপনারা UPA-র শেষকৃত্যেও তো আনন্দ উদযাপন করছিলেন। ভাঙা বাড়িতে প্লাস্টার করে আনন্দ করছিলেন। বন্ধ মেশিনে নতুন রঙ করছিলেন। ভাঙা গাড়িকে ইলেকট্রিক বানানোর চেষ্টা করছিলেন।' 

প্রধানমন্ত্রী বলতে শুরু করেন, জনগণের কংগ্রেসের প্রতি কোনও আস্থা নেই। উল্টো দিকে তখন বিরোধীরা মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীকে মুখ খোলার দাবিতে সরব হচ্ছেন। তাঁরা মণিপুর নিয়ে স্লোগান দিতে শুরু করেন। এমন সময়ে প্রধানমন্ত্রী পাল্টা বলতে শুরু করেন, কংগ্রেসের উপরেই সাধারণ মানুষের নো কনফিডেন্স হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী প্রতিটি লাইনের শেষে বলতে থাকেন, 'কংগ্রেস'। বাকি বিজেপি সাংসদরা বলে ওঠেন, 'নো কনফিডেন্স'।

এরপর I.N.I.D.A জোটের নেতৃত্বের কটাক্ষ করে তিনি বলেন, আপনারা যাঁর পিছনে চলছেন, তাঁরা তো দেশের বিষয়ে কিছুই জানেন না। এঁদের বংশ পরম্পরায় কেউ তো লাল ও সবুজ লঙ্কার ফারাকই বোঝেন না। আমি বলি, আপনাদের মধ্যে কেউ কেউ তো ভারতকে বোঝেন। আমজনতাকে চেনেন। তাহলে? 

I.N.D.I.A জোটের শরিকদের নিজেদের মধ্যেই বিরোধীতা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'পশ্চিমবঙ্গে আপনারা টিএমসি ও কমিউনিস্টের বিরোধী। এদিতে দিল্লিতে একসঘ্গে। ১৯৯১-এ অধীরবাবু, এই কমিউনিস্ট পার্টিই কংগ্রেসের হাত ধরেছিল। গত বছরও কেরলের ওয়ানাডে যাঁরা কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর করেছিল, এখন তারাই এঁদের বন্ধু হয়ে গিয়েছে। বাইরে থেকে তো নাম বদলেছে। কিন্তু পুরানো পাপের কী হবে?' পদ্য করে তিনি বলেন, এখন হাল এমন, সেই কারণেই হাতে হাত। যদি হাল বদলে যায়, ফের ছুরি বের হবে। 

আরও পড়ুন

Advertisement

Advertisement