PM Modi at Kumbh: মহাকুম্ভে মোদীর পুণ্যস্নান, বিরোধীদের কটাক্ষ, 'দিল্লির ভোটের দিনই কেন?'

বুধবার মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গমে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী। বুধবারই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের দিন মোদীর পুণ্যস্নান ঘিরে সরগরম রাজনীতির ময়দান। প্রধানমন্ত্রীর পুণ্যস্নানকে 'ভোটের রাজনীতি' বলে কটাক্ষ করেছে উদ্ধবপন্থী শিবসেনা। অন্য দিকে, মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার উত্তাল হয়েছে সংসদ। আজ সংসদে জবাবি ভাষণ দেওয়ার কথা মোদীর।

Advertisement
মহাকুম্ভে মোদীর পুণ্যস্নান, বিরোধীদের কটাক্ষ, 'দিল্লির ভোটের দিনই কেন?'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
হাইলাইটস
  • বুধবার মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • সঙ্গমে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী।
  • ধবারই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন।

বুধবার মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গমে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী। আর বুধবারই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের দিন মোদীর পুণ্যস্নান ঘিরে সরগরম রাজনীতির ময়দান। প্রধানমন্ত্রীর পুণ্যস্নানকে 'ভোটের রাজনীতি' বলে কটাক্ষ করেছে উদ্ধবপন্থী শিবসেনা। অন্য দিকে, মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার উত্তাল হয়েছে সংসদ। আজ সংসদে জবাবি ভাষণ দেওয়ার কথা মোদীর। 
কখন পুণ্যস্নান করবেন মোদী? 

জানা গিয়েছে, বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫ মিনিটে তাঁর প্রয়াগরাজ বিমানবন্দরে নামার কথা। সেখান থেকে রওনা দেবেন আরিয়েল ঘাটের উদ্দেশে। সেখান থেকে নৌকা করে মহাকুম্ভে পৌঁছবেন তিনি। 

অন্য দিকে, বুধবারই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। জাতীয় রাজনীতির অন্যতম মূলকেন্দ্র দিল্লির ভোটের দিন মোদীর কুম্ভ সফর এবং পুণ্যস্নান রাজনৈতিক দিক থেকে আলাদা তাৎপর্য পেয়েছে। সবটাই 'চমক' বলে সরব হয়েছে বিরোধীদের একাংশ। দিল্লিতে ভোটের দিনই কেন পুণ্যস্নান, তা নিয়েও সরব হয়েছেন অনেকে।

মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার উত্তাল হয় সংসদ। কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদররা। পদপিষ্ট হওয়ার ঘটনায় ১ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভা এবং রাজ্যসভা থেকে কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদরা। এই প্রেক্ষাপটে বুধবার মোদীর কুম্ভ সফর নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement