scorecardresearch
 

ইন্ডিয়া গেটে নেতাজির বিশাল মূর্তি, ট্যুইটারে ঘোষণা মোদীর

ইন্ডিয়া গেটে স্থাপন  করা হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। টুইট করে এদিন এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি জানান "এই সময়ে সমগ্র জাতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়া গেটে নেতাজির একটি granite মূর্তি স্থাপন করা হবে৷ দেশে প্রতি তাঁর অবদানের জন্য এটি করা হবে।

Advertisement
হাইলাইটস
  • ইন্ডিয়া গেটে নেতাজির বিশাল মূর্তি
  • ট্যুইটারে ঘোষণা মোদীর
  • জানুন বিস্তারিত তথ্য

ইন্ডিয়া গেটে স্থাপন  করা হবে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। টুইট করে এদিন এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি জানান "এই সময়ে সমগ্র জাতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করছে, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ইন্ডিয়া গেটে নেতাজির একটি granite মূর্তি স্থাপন করা হবে৷ দেশে প্রতি তাঁর অবদানের জন্য এটি করা হবে।

 

ট্যাবলো নিয়ে বিতর্ক

প্রসঙ্গত, নেতাজি ইস্যু ঘিরে কেন্দ্র বনাম রাজ্য সরকারের মধ্যে প্রবল বিবাদ শুরু হয়েছে। রাজ্যে শাসক দল তৃণমূলের দাবি, প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলো বাতিল করে দেওয়া হয়েছে। সেই ট্যাবলোটি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা হয়েছিল।  বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করে চিঠি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও আবেদনে সাড়া দেয়নি কেন্দ্র। 

কেন্দ্রের কী দাবি?

যদিও পরে নিজেদের অবস্থান স্পষ্ট করে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং বলেন,''রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির পাঠানো প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত নেয় শিল্প, কলা ও বিভিন্ন ক্ষেত্রের পারদর্শী বিদ্বজ্জনের কমিটি। এই প্রক্রিয়াতেই পশ্চিমবঙ্গের ট্যাবলো ২০১৬, ২০১৭. ২০১৯ ও ২০২১ সালে নির্বাচিত হয়েছিল। তাই বলতে চাই, এবার ২৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রস্তাব এসেছিল। মাত্র ১২টি প্রস্তাব মঞ্জুর করা হয়েছে।'' যদিও বিষয়টি নিয়ে এখনও সোচ্চার তৃণমূল নেতারা। ট্যুইটের মাধ্যমেও বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতা নেত্রীরা।

Advertisement

দিলীপের তোপ

ট্যাবলো প্রসঙ্গে এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা জানি ট্যাবলোর বিষয়ে একটা বিশেষজ্ঞ কমিটি রয়েছে। মোট ৬০-৭০টা ট্যাবলো রয়েছে। এর মধ্যে ২৩টা ট্যাবলো বাছাই করা হয়। ২৯টা রাজ্য ট্যাবলো পাঠিয়েছিল। তার মধ্যে ১২টা রাজ্যের ট্যাবলো বাছাই করা হয়েছে। নির্দিষ্ট নিয়ম মেনেই এটা হয়। কিন্তু তৃণমূলের ট্যাবলোর থেকে আগ্রহ বেশি রাজনীতিতে। তাই তারা জলঘোলা করছে।"

Advertisement