Modi on Shubhanshu Shukla: 'গগনযান মিশনের জন্য মাইলস্টোন', শুভাংশুকে নিয়ে উচ্ছ্বসিত মোদী

ঘরের ছেলে ঘরে ফিরলেন। ১৮ দিন মহাকাশে কাটিয়ে ভারতীয় সময় দুপুর ৩টে ১ মিনিটে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ ৪ নভশ্চর। শুভাংশুর ঘরে ফেরার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'গগনযান মিশনের জন্য মাইলস্টোন।'

Advertisement
'গগনযান মিশনের জন্য মাইলস্টোন', শুভাংশুকে নিয়ে উচ্ছ্বসিত মোদীশুভাংশুকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।
হাইলাইটস
  • ঘরের ছেলে ঘরে ফিরলেন।
  • ১৮ দিন মহাকাশে কাটিয়ে ভারতীয় সময় দুপুর ৩টে ১ মিনিটে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ ৪ নভশ্চর।
  • শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘরের ছেলে ঘরে ফিরলেন। ১৮ দিন মহাকাশে কাটিয়ে ভারতীয় সময় দুপুর ৩টে ১ মিনিটে পৃথিবীতে ফিরলেন শুভাংশু-সহ ৪ নভশ্চর। শুভাংশুর ঘরে ফেরার খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, 'গগনযান মিশনের জন্য মাইলস্টোন।'

ঠিক কী বলেছেন মোদী?

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লিখেছেন, 'ঐতিহাসিক মহাকাশ অভিযানে গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার পৃথিবীতে ফেরাকে গোটা দেশের সঙ্গে স্বাগত জানাচ্ছি। প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিক্রমা করে উনি কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করেছেন। আমাদের গগনযান মিশনের জন্য আর একটা মাইলস্টোন।'
 

প্রশান্ত মহাসাগরে আগে থেকেই প্রস্তুতি তুঙ্গে ছিল। স্পেস এক্সের একটি দলও ছিল। অবতরণের পর শুভাংশুদের ক্যাপসুলটি ধীরে ধীরে জাহাজে তোলা হয়। তার কিছুক্ষণ পরেই ক্যাপসুলটি খুলে এক এক করে শুভাংশুদের বার করা হয়। পায়ে হেঁটেই ক্যাপসুল থেকে বেরোন শুভাংশুরা। শুভাংশুর ঘরে ফেরায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁর বাবা-মাও। 

POST A COMMENT
Advertisement