বারাণসীর OYO হোটেলে গ্রেফতার ৪ যুবতীগোপন সূত্রে খবর পেয়ে উত্তরপ্রদেশের বারাণসীতে OYO হোটেলে হানা দেয় পুলিশ। ভিতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ। OYO হোটেলের মধ্যে রমরমিয়ে চলছি সেক্স ব়্যাকেট। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দিল্লি এবং পশ্চিমবঙ্গের ৪ যুবতীকে। তাঁদের বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে বারাণসীর কেন্ট এলাকার টাউন হাউস হোটেলে এই সেক্স ব়্যাকেটের পর্দাফাঁস করেছে পুলিশ। এই হোটেল থেকে দেহ ব্যবসায় ব্যবহৃত একাধিক আপত্তিজনক বস্তুও বাজেয়াপ্ত করা হয়েছে।
দেহ ব্যবসায় বিদেশিরাও
দীর্ঘ সময় ধরে হোটেলটিতে দেহ ব্যবসার রমরমা কারবার চলছিল বলে গোপন সূত্রে খবর আসে পুলিশের কাছে। যেখানে অন্যান্য রাজ্যের পাশাপাশি বিদেশ থেকেও যুবতীদের ফুঁসলিয়ে এনে গ্রাহকদের কাছে সাপ্লাই করা হত। এই তথ্যের ভিত্তিতে বারাণসীর ওই হোটেলে হানা দেয় পুলিশ। হোটেলের রুম থেকে গ্রেফতার করা হয় ৪ যুবতীকে। জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, একজন এজেন্ট মারফত তাঁরা বারাণসী পৌঁছেছিলেন। সেখানে গ্রাহকদের সঙ্গে দেখা করতে বাধ্য করা হয়েছিল তাঁদের।
মোবাইল ফোন, ডায়েরি এবং একাধিক আপত্তিজনক বস্তু উদ্ধার করা হয়েছে ওই OYO হোটেলটি থেকে। দীর্ঘদিন ধরে ওই OYO হোটেলে দেহ ব্যবসার কারবার চলছিল বলে অনুমান তদন্তকারীদের। হোটেল মালিক, ট্রাভেল এজেন্ট এবং তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। দসমীত সিং, অমন রায়, পীযূষ জয়সওয়াল, উমেশ যাদব এবং শিবম শর্মার নামে FIR দায়ের হয়েছে।
ধৃত ৪ মহিলা
ADCP বরুণা নীতু কটারিয়া বলেন, 'হোটেলে দেহ ব্যবসার চলার অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বারাণসীতে কোনও হোটেল কিংবা ট্রাভেল এজেন্সি মারফত যেন এমন কীর্তি আর না ঘটে, তার জন্যও উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে।' কোন কোন নেটওয়ার্কের মাধ্যমে মহিসাদের বারাণসীর এই OYO হোটেলে নিয়ে আসা হত, তা জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।