scorecardresearch
 

Rahul Gandhi: এবার রাহুলের হেলিকপ্টার, নীলগিড়িতে নামতেই তল্লাশি অভিযান নির্বাচন কমিশনের

এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচন আধিকারিকরা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। আজ, সোমবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি হল। পরপর দুদিনে তল্লাশি চালানো হল দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। এদিন সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা।

Advertisement
রাহুল গান্ধী রাহুল গান্ধী
হাইলাইটস
  • এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচন আধিকারিকরা।
  • রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়।

এবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালালেন নির্বাচন আধিকারিকরা। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো হয়। আজ, সোমবার রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি হল। পরপর দুদিনে তল্লাশি চালানো হল দুই বিরোধী নেতার হেলিকপ্টারে। এদিন সকালে তামিলনাড়ুতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, সোমবার নিজের কেন্দ্র কেরলের ওয়েনাড়ে যাওয়ার পথে রাহুলের কপ্টারে তল্লাশি চালান নির্বাচন কর্মীরা। ভোটের প্রচারের জন্য কপ্টার ভাড়া নিয়ে থাকেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। পুলিশ জানিয়েছে, দলের ভাড়া নেওয়া রাহুলের সেই চপারে তল্লাশি করে‘ফ্লাইং স্কোয়াড’।

আসন্ন লোকসভা নির্বাচনে ওয়ানড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল। আগামী ২৬ এপ্রিল কেরলের ওই কেন্দ্রে নির্বাচন। সেই জন্যই সোমবার নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন কংগ্রেস সাংসদ। সেখানে জনসভা ছাড়াও আরও অনেক কর্মসূচি রয়েছে তাঁর। কিন্তু ওয়ানড় যাওয়ার পথেই তামিলনাড়ুর নীলগিরিতে নামে রাহুলের কপ্টার। সেখানেই কপ্টারে তল্লাশি চালান নির্বাচনী আধিকারিকরা। 

আরও পড়ুন

গতকালই তল্লাশি চালানো হয় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে। বেহালার ফ্লাইং ক্লাবে ট্রায়াল রানের সময় আচমকাই কপ্টার থামিয়ে আয়কর দফতরের আধিকারিকরা তল্লাশি চালান বলে জানা গেছে।  ২০টি লোকসভা আসন রয়েছে কেরালে। ২৬ এপ্রিল এক দফায় ভোট হবে। অন্যদিকে, তামিলনাড়ুর ৩৯টি আসনে লোকসভা ভোট হবে ১৯ এপ্রিল। ৪ জুন ভোট গণনা হবে।

 

Advertisement