কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে? আজই সিদ্ধান্ত নেবে কংগ্রেস

কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার রাজ্যে সরকার গঠনের বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লি পৌঁছোবেন, তাঁর ভাই এবং দলের সাংসদ ডি কে সুরেশ একথা জানিয়েছেন।

Advertisement
কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে? আজই সিদ্ধান্ত নেবে কংগ্রেসফাইল ছবি
হাইলাইটস
  • কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার রাজ্যে সরকার গঠনের বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লি পৌঁছোবেন, তাঁর ভাই এবং দলের সাংসদ ডি কে সুরেশ একথা জানিয়েছেন।
  • মুখ্যমন্ত্রীর পদের জন্য তীব্র টানাপোড়েনের মধ্যে কংগ্রেস নেতৃত্ব সোমবার আলোচনার জন্য শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ডেকে পাঠিয়েছিল।

কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার রাজ্যে সরকার গঠনের বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার দিল্লি পৌঁছোবেন, তাঁর ভাই এবং দলের সাংসদ ডি কে সুরেশ একথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রীর পদের জন্য তীব্র টানাপোড়েনের মধ্যে কংগ্রেস নেতৃত্ব সোমবার আলোচনার জন্য শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে ডেকে পাঠিয়েছিল। সিদ্দারামাইয়া সোমবার বিকেলে দিল্লিতে পৌঁছোন। কিন্তু শিবকুমার স্বাস্থ্য সমস্যার উল্লেখ করে শেষ মুহূর্তে তার সফর বাতিল করেন। পরে সন্ধেয় ডি কে সুরেশ, বেঙ্গালুরু গ্রামীণ কংগ্রেস সাংসদ, পরবর্তী বাসভবনে দলের প্রধান মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেন এবং তারপরে সাংবাদিকদের বলেন যে, তাঁর ভাই মঙ্গলবার দিল্লিতে আসবেন।

কংগ্রেস কর্ণাটকে ২২৪টি আসনের মধ্যে ১৩৫টি আসন জিতে দারুণ ক্যামব্যাক করেছে। আর তারপর থেকেই দলটি মুখ্যমন্ত্রী পদ বাছা শুরু করেছে। রবিবার বেঙ্গালুরুতে বৈঠক করে কংগ্রেসের আইনসভা দল। দলের সভাপতি খার্গকে দায়িত্ব দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী বাছার জন্য।

আরও পড়ুন-২০০ আসনে কংগ্রেসকে সমর্থন, ২৪-এর রোডম্যাপ মমতার

 

POST A COMMENT
Advertisement