
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ তৈরি করতে চলেছে মোদী সরকার। দিল্লিতে রাজঘাটের অন্দরে রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে প্রণববাবুর স্মৃতিসৌধ তৈরি হবে। তার জায়গা অনুমোদন করেছে সরকার। প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় নিজেই এক্স হ্যান্ডেলে পোস্টে করে এই তথ্য জানিয়েছেন।
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এক্স-এ লিখেছেন, "বাবার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এটি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা এটি চাইনি। প্রধানমন্ত্রীর এই অপ্রত্যাশিত ও উদার পদক্ষেপে আমি অত্যন্ত মুগ্ধ।"
টার্গেট করা হয়েছিল কংগ্রেসকে
সম্প্রতি, শর্মিষ্ঠা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রস্তাবের সমালোচনা করেছিলেন, যাতে রাজধানী দিল্লিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের জন্য একটি পৃথক স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানিয়েছিলেন। প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধের জন্য দিল্লিতে জমি বরাদ্দের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন খাড়গে।
'সিডব্লিউসি শোকসভাতেও ডাকেনি'
শর্মিষ্ঠা এক্স-এ একটি বিবৃতিতে দিয়ে লিখেছিলেন, তাঁর বাবা এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ২০২০ সালের অগাস্টে প্রয়াত হন। কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) শোকসভা ডাকতেও মাথা ঘামায়নি। সেই সময় শর্মিষ্ঠাও কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে এই ইস্যুতে তাঁকে বিভ্রান্ত করা হয় অভিযোগ তোলেন।
'তাহলে কেন রাহুল প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরলেন?'
প্রণব-কন্যা শর্মিষ্ঠা আরএসএসের সদর দফতরে তাঁর বাবাকে 'সঙ্ঘী' বলার জন্য রাহুল গান্ধীর সমর্থকদের সমালোচনা করেছেন। শর্মিষ্ঠা লিখেছেন, 'রাহুলের ভক্ত-শিষ্যরা আরএসএস সদর দফতরে যাওয়ার জন্য আমার বাবাকে 'সঙ্ঘী' বলে ডাকে, আমি তাদের নেতাকে জিজ্ঞাসা করার জন্য চ্যালেঞ্জ জানাই কেন তিনি সংসদে প্রধানমন্ত্রী মোদীকে জড়িয়ে ধরেছিলেন যাঁকে তাঁর মা 'মওত কা সওদাগর' বলেছিলেন? প্রশ্ন তোলেন শর্মিষ্ঠা। মনমোহন সিংয়ের স্মৃতিসৌধের জায়গা নিয়ে বিতর্কের মাঝে বিজেপির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে স্মৃতিসৌধ তৈরির ঘোষণা ফের আলোচনার কেন্দ্রে হতে চলেছে।