'মোদী, নীতিশের সন্তান হোক,' ঈশ্বরের কাছে প্রার্থনা লালুর, কেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, নীতিশ কুমারের সন্তান হোক বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন লালু। আর তাতেই দেশজুড়ে হইচই শুরু হয়েছে। কিন্ত হঠাৎ এমন কেন বললেন তিনি?

Advertisement
'মোদী, নীতিশের সন্তান হোক,' ঈশ্বরের কাছে প্রার্থনা লালুর, কেন?লালু যাদব স্বমহিমায়
হাইলাইটস
  • মোদী, নীতিশের সন্তান প্রার্থনা লালুর
  • পরিবার বৃদ্ধির কামনা করলেন আরজেডি সুপ্রিমো
  • আর তাতেই দেশজুড়ে হইচই শুরু হয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাচ্চা হোক বলে প্রকাশ্যে প্রার্থনা করে হইচই ফেলে দিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। সেই সঙ্গে ফের তিনি খবরের শিরোনামে। এদিন কটাক্ষ করে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালুপ্রসাদ যাদব বলেছেন যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে এই দুই নেতার যেন সন্তান হয় এবং তাঁরা 'পরিবারবাদ'-এ লিপ্ত হতে দেন। সংবাদ সংস্থা এএনআই-এর সাথে একটি সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজনীতিতে বংশানুক্রমের অথবা বংশপরম্পরায় রাজনীতির নিন্দা করেন। এটিকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করার পরে পাল্টা বলেন লালুবাবু।

কারও সন্তান না হলে আমি কী করতে পারি?

লালু প্রসাদ বলেন, "নীতীশ কুমার এবং প্রধানমন্ত্রী মোদির সন্তান না হলে আমি কী করতে পারি? নীতীশ কুমারের একটি ছেলে আছে কিন্তু তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন। আমার কী করার আছে? আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তারা সন্তান পায়। 'পরিবারবাদে' লিপ্ত হতে পারে।"

সমাজবাদীরা একা হয়

বুধবার প্রধানমন্ত্রী মোদি বলেন, "আমি সমাজের জন্য। আমি যখন ভুয়ো সমাজতন্ত্র বলি, এটা 'পরিবারবাদ'। আপনি কি লোহিয়ার পরিবারকে কোথাও দেখেন? তিনি একজন সমাজবাদী ছিলেন; আপনি কি জর্জ ফার্নান্দেজের পরিবারকে দেখেন? তিনিও একজন ছিলেন? সমাজবাদী। নীতীশ বাবু, তিনি আমাদের সাথে কাজ করছেন, তিনিও একজন সমাজবাদী। আপনি কি তার পরিবারকে দেখেন?"

রাজবংশ রাজনীতি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু

"যখন একটি পরিবার বংশ পরম্পরায় একটি পার্টি পরিচালনা করে, সেখানে শুধুমাত্র রাজবংশ থাকে, গতিশীলতা নয়। J&K থেকে শুরু করে, যেখানে দুটি দল দুটি পৃথক পরিবার দ্বারা পরিচালিত হয়, আপনি হরিয়ানা, ঝাড়খন্ড, UP এবং TN-এ একই প্রবণতা দেখতে পাবেন। রাজবংশ রাজনীতি গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু,” বলেন তিনি।

তারপরই লালু প্রসাদ তাঁর কমিক দৃষ্টিভঙ্গীতে বিষয়টিকে লঘু রসে পরিবেশন করে গোটা দেশবাসীর নজর নিজের দিকে ঘুরিয়ে দেন। তাঁর মন্তব্যের বিরুদ্ধে অবশ্য নেটিজেনদের একাংশ বিরোধিতা করেছেন। আবার এক শ্রেণির নেটিজেনরা মজা নিচ্ছেন।

Advertisement

POST A COMMENT
Advertisement