মহাকুম্ভে শনির দশা যেন কাটছেই না! আবারও প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় অগ্নিকাণ্ড। মহাকুম্ভের সেক্টর ২২-এ আগুনে পুড়ে গেল একের পর এক তাঁবু। আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই। কীভাবে আগুন লাগল, তা জানা যায়নি। পুণ্যার্থীদের শান্তি বজায় রাখার জন্য আবেদন করছে প্রশাসন। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত ১৫টি তাঁবু। আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে দমকল যাওয়ার আগেই আগুন অনেকখানি এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। কারণ যাওয়ার কোনও পথ ছিল না। কোনওরকমে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল বিভাগের আধিকারিক প্রমোদ শর্মা বলেন, 'আমরা আজ ছাতনাগ ঘাট থানা এলাকায় ১৫টি তাঁবুতে আগুন লাগার খবর পেয়েছিলাম। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। আগুন এখন নিয়ন্ত্রণে'।
#WATCH | Fire broke out in a few tents erected in an open area under the Chatnag Ghat Police Station area in Prayagraj today. The fire was doused and there was no casualty in the incident as per the Fire Department
— ANI (@ANI) January 30, 2025
Video source: UP Fire Department pic.twitter.com/23kKEVkRkl
মহকুমা শাসক জানান, 'এখানে অনুমোদন ছাড়াই তাঁবু তৈরি করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি'।
#WATCH | Prayagraj | UP Fire Department official Pramod Sharma says, "We got information about a fire in 15 tents under the Chatnag Ghat Police Station area, today. Taking immediate action, the fire was brought under control and doused. As per the SDM, it was an unauthorised tent… pic.twitter.com/a5cRkrCWKW
— ANI (@ANI) January 30, 2025
এর আগেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রয়াগ রাজে
এর আগেও দুবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রয়াগ রাজে। মহাকুম্ভমেলার সেক্টর ২-এ দুটি গাড়িতে আগুন লেগেছিল। এই ঘটনায় কোনও হতাহত ছিল না। দমকল কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তার আগে ১৯ জানুয়ারি মহা কুম্ভ মেলার ১৯ নম্বর সেক্টরে আগুনের আর একটি ঘটনা ঘটে। একটি ক্যাম্পে রাখা খড়ে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রায় ১৮টি ক্যাম্প পুড়ে ছাই হয়েছিল। দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আসে। কোনও প্রাণহানি ঘটেনি।