President Droupadi Murmu Address 2026: 'যুবশক্তির হাতেই দেশের ভবিষ্যৎ', প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Droupadi Murmu Address 2026:রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, গণতন্ত্রের ভিত মজবুত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অনেকটাই যুবকদের কাঁধে। শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন থেকে শুরু করে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও তরুণরাই নতুন ভারতের দিশা দেখাচ্ছে।

Advertisement
'যুবশক্তির হাতেই দেশের ভবিষ্যৎ', প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

President Draupadi Murmu Address 2026: ৭৭তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার, ২৫ জানুয়ারি, সন্ধ্যায় দেওয়া এই ভাষণে তিনি দেশের সর্বাঙ্গীন উন্নয়নে যুবসমাজের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেন। রাষ্ট্রপতির কথায়, বদলে যাওয়া ভারতের পথে সবচেয়ে বড় চালিকাশক্তি আজকের তরুণ প্রজন্ম।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, গণতন্ত্রের ভিত মজবুত রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অনেকটাই যুবকদের কাঁধে। শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন থেকে শুরু করে সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও তরুণরাই নতুন ভারতের দিশা দেখাচ্ছে।

সংবিধান কার্যকর হওয়ার ৭৭ বছর পূর্তি উপলক্ষে এই ভাষণে রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক মূল্যবোধ, গণতন্ত্রের শক্তি ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার কথাও তুলে ধরেন। তিনি বলেন, বহুমুখী উন্নয়নের পথে এগোতে হলে ঐক্য, সহনশীলতা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি।

প্রতিবছরের মতো এদিনও রাষ্ট্রপতির ভাষণ দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিওতে সরাসরি সম্প্রচার করা হয়। প্রজাতন্ত্র দিবসের আগের সন্ধ্যায় এই ভাষণ দেশের বর্তমান পরিস্থিতি, সাফল্য ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে নাগরিকদের ভাবনার খোরাক জোগায় বলেই মনে করছে রাজনৈতিক মহল।

 

POST A COMMENT
Advertisement