President Salary: ৫ লক্ষ টাকা মাইনে-৩২০ একর জমির বাড়ি, আর কী কী সুবিধা রাষ্ট্রপতির?

President Salary: রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো আইন পাশ করা যায় না। অনেকের মনেই প্রশ্ন আসে যে একজন রাষ্ট্রপতির বেতন কত হয় সেই সঙ্গে তারা কী কী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

Advertisement
৫ লক্ষ টাকা মাইনে-৩২০ একর জমির বাড়ি, আর কী কী সুবিধা রাষ্ট্রপতির?রাষ্ট্রপতি ভবন।
হাইলাইটস
  • ৫ লাখ টাকা বেতন, ৩২০ একর জমিতে বাড়ি
  • জানুন রাষ্ট্রপতি কী কী সুবিধা পান
  • জানুন বিস্তারিত তথ্য

President Salary: কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? এনডিএ পক্ষ থেকে প্রার্থী দ্রৌপদী মুর্মু। বিরোধী দলগুলির প্রার্থী যশবন্ত সিনহা। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। বর্তমান রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের মেয়াদ ২৪ জুলাই শেষ হচ্ছে। তার পরের দিন নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন। ১৯৭৭ সালে ২৫ জুলাই নীলম সঞ্জীব রেড্ডি রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন। তারপর থেকে নতুন রাষ্ট্রপতি ২৫ জুলাই দিনটিতে শপথ নিয়ে থাকেন। রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ পদ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান। রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো আইন পাশ করা যায় না। অনেকের মনেই প্রশ্ন আসে যে একজন রাষ্ট্রপতির বেতন কত হয় সেই সঙ্গে তারা কী কী সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।

বেতন এবং সুযোগ সুবিধা

২০১৮ সাল পর্যন্ত রাষ্ট্রপতি প্রতি মাসে দেড় লাখ টাকা বেতন পেতেন। কিন্তু ২০১৮ সালে সেই বেতন বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়। এছাড়া রাষ্ট্রপতি বিনামূল্যে চিকিৎসা, টেলিফোন বিল, আবাসন, বিদ্যুৎ বিল সহ অনেক ভাতা পান। রাষ্ট্রপতির যাতায়াতের জন্য একটি মার্সিডিজ-বেঞ্জ এস ৬০০ পুলম্যান গার্ড গাড়ি পান৷ রাষ্ট্রপতির বিশেষ রক্ষী থাকে। যাদেরকে রাষ্ট্রপতির দেহরক্ষী বলা হয়। তাদের সংখ্যা ৮৬।

রাষ্ট্রপতি অবসরে গেলে অর্ধেক বেতন অর্থাৎ আড়াই লাখ টাকা পেনশন পান। এর সঙ্গে একটি বাংলো (এটি ভাড়া দেওয়া হয় না), দুটি মোবাইল ফোন এবং আজীবন বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাওয়া যায়। প্রাক্তন রাষ্ট্রপতি নিজের সহকারীর সঙ্গে ট্রেন বা বিমানে ভ্রমণের সুবিধাও পান। রাষ্ট্রপতি নিউ দিল্লিতে ৩৪০ কক্ষ বিশিষ্ট একটি ভবনে থাকেন। এটি ব্রিটিশ ভাইসরয়ের জন্য তৈরি করা হয়েছিল। এটি তৈরি করতে ১৭ বছর লেগেছে। ১৯২৯ সালে এটি সম্পূর্ণরূপে প্রস্তুত হয়েছিল। এই বিল্ডিংটি ডিজাইন করেছিলেন এডওয়ার্ড লুটিয়েন্স এবং হার্বার্ট বেকার। রাষ্ট্রপতি ভবন ৩২০ একর জুড়ে বিস্তৃত। এটি একটি চার তলা ভবন। রাষ্ট্রপতি ভবন তৈরিতে প্রায় ৪৫ লক্ষ ইট ব্যবহার করা হয়েছিল। রাষ্ট্রপতি ভবনের ভবন ছাড়াও রয়েছে মুঘল গার্ডেন এবং কর্মচারীদের বাসস্থান। রাষ্ট্রপতি ভবনের সবচেয়ে বড় আকর্ষণ মুঘল গার্ডেন। এটি ১৫ একর জুড়ে বিস্তৃত। এটি প্রতি বছর সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত করা হয়। এতে গাছ-গাছালি লাগানোর কাজ শুরু হয় ১৯২৮ সালে, যা চলে এক বছর।

Advertisement

রাষ্ট্রপতির ক্ষমতা

প্রায়ই বলা হয় সব ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে থাকে। তাহলে রাষ্ট্রপতি পদের গুরুত্ব কী? রাষ্ট্রপতির প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং সংবিধান রক্ষা করা। তার অনুমোদন ছাড়া কোনো বিল পাশ হয় না। অর্থ বিল ছাড়া রাষ্ট্রপতি যে কোনো বিল পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। রাষ্ট্রপতি তিন বাহিনীর সর্বোচ্চ কমান্ডার। রাষ্ট্রপতির এত ক্ষমতা আছে যে তিনি দেশে যেকোনো কিছু করতে পারেন। অনুচ্ছেদ ৭২ এর অধীনে, রাষ্ট্রপতি অপরাধের জন্য দোষী সাব্যস্ত ব্যক্তির শাস্তি ক্ষমা, স্থগিত বা হ্রাস করতে পারেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের বিষয়েও সিদ্ধান্ত নিতে পারেন। রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি, রাজ্য হাইকোর্টের বিচারক, গভর্নর, নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রদূতদেরও নিয়োগ করেন।

৩৫২ অনুচ্ছেদ অনুযায়ী, যুদ্ধ বা বহিরাগত আগ্রাসন বা সশস্ত্র বিদ্রোহের ক্ষেত্রে রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। যদি কোনো রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্রপতি ৩৫৬ অনুচ্ছেদ ব্যবহার করে সেখানে রাষ্ট্রপতির শাসন জারি করতে পারেন। অনুচ্ছেদ ৩৬০-এর অধীনে, ভারতে বা কোনও রাজ্য বা যে কোনও অঞ্চলে আর্থিক সংকটের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেখানে আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। অনুচ্ছেদ ৭৫ অনুযায়ী, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। সকল আন্তর্জাতিক চুক্তি হয় রাষ্ট্রপতির নামে। রাষ্ট্রপতির স্বাক্ষরের পরেই একটি বিল আইনে পরিণত হয়। রাষ্ট্রপতি ইচ্ছা করলে সেই বিল কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে পারেন বা পুনর্বিবেচনার জন্য পাঠাতে পারেন। বিলটি দ্বিতীয়বার সংসদে পাশ হলে রাষ্ট্রপতিকে তাতে স্বাক্ষর করতে হবে। মন্ত্রী পরিষদের পরামর্শে রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করেন। রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদকে পরামর্শটি পুনর্বিবেচনা করতে বলতে পারেন। কিন্তু একই পরামর্শ আবার ফিরে আসলে রাষ্ট্রপতি তা মানতে বাধ্য।
 

POST A COMMENT
Advertisement