Commercial LPG Price Hiked: দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের, কলকাতায় নতুন রেট কত?

নতুন বছরের প্রথম দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের (Commercial LPG Price Hiked)। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি (OMCs) নতুন বছরের প্রথম দিনেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG) দাম ২৫ টাকা বাড়িয়েছে।

Advertisement
দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের, কলকাতায় কত পড়ছে?দাম বাড়ল রান্নার গ্যাসের
হাইলাইটস
  • বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছে
  • কলকাতায় নতুন দাম ১,৮৭০ টাকা

নতুন বছরের প্রথম দিনেই দাম বাড়ল রান্নার গ্যাসের (Commercial LPG Price Hiked)। অয়েল মার্কেটিং কোম্পানিগুলি (OMCs) নতুন বছরের প্রথম দিনেই ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG) দাম বাড়িয়েছে৷ সারা দেশে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়েছে। এখন দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ১,৭৬৮ টাকা। মুম্বইয়ে ১৯ কেজির গ্যাস সিলিন্ডার কিনতে দিতে হবে ১,৭২১ টাকা।

কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের নতুন দাম ১,৮৭০ টাকা। আর চেন্নাইতে ১৯ কেজি গ্যাস সিলিন্ডার ১,৯৭১ টাকায় বিক্রি হবে।

আরও পড়ুন:Krishak Bandhu Payment: কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি না কীভাবে জানবেন? রইল উপায়

POST A COMMENT
Advertisement